Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indian Railways: যাত্রীরা অনুগ্রহ করে শুনবেন, বন্দে ভারত সহ ৩৫ ট্রেনের সময়সূচিতে বড় বদল

রবিবার ২৪ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস সহ প্রায় ৩৫ টি ট্রেনের সময়সূচিতে (Train Time Table) পরিবর্তন আনা হয়েছে। ২৪ অগাস্ট থেকে মুম্বই সেন্ট্রাল-আহমেদাবাদ বন্দে ইন্ডিয়া এক্সপ্রেস…

Avatar

রবিবার ২৪ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস সহ প্রায় ৩৫ টি ট্রেনের সময়সূচিতে (Train Time Table) পরিবর্তন আনা হয়েছে। ২৪ অগাস্ট থেকে মুম্বই সেন্ট্রাল-আহমেদাবাদ বন্দে ইন্ডিয়া এক্সপ্রেস ট্রেনটি (২২৯৬১) মুম্বই সেন্ট্রাল থেকে বিকেল ৩টে ৫৫ মিনিটে ছাড়বে। এই ট্রেনটি আহমেদাবাদ পৌঁছবে রাত ০৯.২৫ এর পরিবর্তে রাত ০৯.১৫ মিনিটে। পশ্চিম রেলওয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছে, ‘ট্রেনের সামগ্রিক মান এবং সময়ানুবর্তিতা উন্নত করার লক্ষ্যে পশ্চিম রেলওয়ে কিছু ট্রেনের সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।’

নিউ মুম্বই সেন্ট্রাল-আহমেদাবাদ বন্দে ভারত এক্সপ্রেসের পরবর্তিত সময়সূচী-
স্টেশন

  • মুম্বাই সেন্ট্রাল স্টেশনে আগমন 15:55 মিনিটে।
  • বোরিভালি স্টশনে 16:20 মিনিটে আগমন, প্রস্থান 16:23 মিনিটে।
  • ভাপি স্টেশনে 17:43 মিনিটে আগমন, 17:45 মিনিটে প্রস্থান।
  • সুরাট স্টেশনে 18:43 মিনিটে আগমন, 18:48 মিনিটে প্রস্থান।
  • ভদোদরা স্টেশনে 20:16 আগমন, 20:19 মিনিটে প্রস্থান।
  • আহমদাবাদ স্টেশনে থেকে 21:25 মিনিটে প্রস্থান।

বান্দ্রা টার্মিনাস-গান্ধীধাম সুপারফাস্ট এক্সপ্রেস ও ট্রেনের সময়সূচী-

  • 22951 বান্দ্রা টার্মিনাস – গান্ধীধাম সুপারফাস্ট এক্সপ্রেস: ৩০ অগাস্ট থেকে স্বাভাবিক সময়ের ৭ মিনিট আগে সুরাট থেকে ট্রেন ছাড়বে।
  • 19577 তিরুনেলভেলি – জম্মু তাওয়াই এক্সপ্রেস: ২৬ অগাস্ট থেকে স্বাভাবিক সময়ের ৭ মিনিট আগে সুরাট থেকে ট্রেন ছাড়বে।
  • 20909 কোচুভেলি – পোরবন্দর সুপারফাস্ট এক্সপ্রেস: ২৫ অগাস্ট থেকে স্বাভাবিক সময়ের ৭ মিনিট আগে সুরাট থেকে ট্রেন ছাড়বে।
  • 20484 দাদর – ভগত কি কোঠি সুপারফাস্ট এক্সপ্রেস: ২৭ অগাস্ট থেকে স্বাভাবিক সময়ের ১১ মিনিট পরে সুরাট থেকে ট্রেন ছাড়বে।
  • 12989 দাদর – আজমির সুপারফাস্ট এক্সপ্রেস: ২৬ অগাস্ট থেকে স্বাভাবিক সময়ের ১১ মিনিট পরে সুরাট থেকে ট্রেন ছাড়বে।
  • 12490 দাদর – বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস: ২৫ অগাস্ট থেকে স্বাভাবিক সময়ের ১১ মিনিট পরে সুরাট থেকে ট্রেন ছাড়বে।
  • 20926 অমরাবতী – সুরাট সুপারফাস্ট এক্সপ্রেস: ২৪ অগাস্ট থেকে স্বাভাবিক সময়ের ১০ মিনিট পরে সুরাট থেকে ট্রেন ছাড়বে।

ভালসাদ-যোধপুর এক্সপ্রেস সহ ট্রেনের সময়সূচিতে পরিবর্তন

  • 19055 ভালসাদ-যোধপুর এক্সপ্রেস: ২৭ অগাস্ট থেকে স্বাভাবিক সময়ের ২ মিনিট পরে ট্রেন ছাড়বে।
  • 22663 চেন্নাই এগমোর – যোধপুর এক্সপ্রেস: ২৪ অগাস্ট থেকে স্বাভাবিক সময়ের ১০ মিনিট পরে ট্রেন ছাড়বে।
  • 22737 সেকেন্দ্রাবাদ – হিসার সুপারফাস্ট এক্সপ্রেস: ২৭ অগাস্ট থেকে স্বাভাবিক সময়ের ১০ মিনিট পরে ট্রেন ছাড়বে।
  • 09159 বান্দ্রা টার্মিনাস – ভাপি স্পেশাল: ৩১ অগাস্ট থেকে স্বাভাবিক সময়ের ১৫ মিনিট আগে ট্রেন ছাড়বে।

 

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author