জানেন আজ আপনার দিনটি কেমন যাবে? জানুন আজকের রাশিফল

আজ 3-অক্টোবর বৃহস্পতিবার, জোতিষ শাস্ত্রের মতে রাশি অনুযায়ি প্রত্যেক ব্যক্তির এক একটি দিন এক এক রকম হয়। আজকের দিনটি কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই শুভ আর কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই অশুভ তা জেনে নিন-

মেষরাশি: চিকিৎসায় সফলতা পাবেন।

বৃষ: সংস্থাগত পরিবর্তন হবে।

মিথুনরাশি: প্রতিপত্তি লাভ করবেন।

কর্কটরাশি: রত্নাদি ধারণ করবেন।

সিংহরাশি: সৎকর্মে ব্যয় বৃদ্ধি হবে।

কন্যারাশি: প্রচুর পরিশ্রম করতে হবে।

তুলারাশি: পুলিশি জামেলায় পড়বেন।

বৃশ্চিকরাশি: ব্যক্তিত্বের বিকাশ পাবে।

ধনুরাশি: জীবাণু সংক্রমণ হবে।

মকররাশি: সঞ্চয় বৃদ্ধি হবে।

কুম্ভ: উদ্বেগ বেড়ে যাবে।

মিন: বহু ব্যয় করে ভ্রমণ করবেন।