Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘গোলি মারো’ স্লোগানের জেরে গ্রেফতার ৪ বিজেপি কর্মী, চিহ্নিত ২৫

রবিবার সিএএ- র সমর্থনে কলকাতায় আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি শহীদ মিনারে সভাও করেছিলেন। সেই সভাতে আসার সময় জওহরলাল নেহেরু রোডের সামনে একটি মিছিল থেকে বিজেপি কর্মীরা "গোলি মারো" স্লোগান…

Avatar

রবিবার সিএএ- র সমর্থনে কলকাতায় আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি শহীদ মিনারে সভাও করেছিলেন। সেই সভাতে আসার সময় জওহরলাল নেহেরু রোডের সামনে একটি মিছিল থেকে বিজেপি কর্মীরা “গোলি মারো” স্লোগান দেয়। পরে এই অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্ত করে পুলিশ। চারজন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়। এরা হলেন – পঙ্কজ প্রসাদ, সুরেন্দ্রকুমার তিওয়ারি, ধ্রুব বসু।

আর এক বিজেপি নেতা সুজিত বড়ুয়াকে নিউ মার্কেট থানা ও ঘোলা থানার পুলিশ যৌথ উদ্যোগে বাড়ি থেকে গ্রেফতার করেন। অভিযুক্তদের বিরুদ্ধে বেশ কিছু ধারাতে মামলা রুজু করা হয়েছে। যার মধ্যে জামিন অযোগ্য ধারা ও আছে। এই নিয়ে গোলি মারো স্লোগানের জন্য প্রায় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ‘দিল্লির হিংসা পরিকল্পিত চক্রান্ত’, কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার

এই ঘটনার পরিপ্রেক্ষিতে নেতাজি ইনডোরের সভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় বলেন যে কাল যারা স্লোগান দিয়েছে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তারা ছেড়ে দেবেন না, কারা গদ্দার সেটা মানুষই ঠিক করবেন। তৃণমূল নেত্রীর এই কথার মন্তব্যকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন যে হিংসা করলে গ্রেফতারি হয় না, জয় শ্রীরাম বললে গ্রেফতারি হয়। তবে এই স্লোগান নিয়ে রাজ্যপাল কোন মন্তব্য করেননি।

উল্লেখ্য, দিল্লির মেট্রো স্টেশনে প্রথম গোলি মারো স্লোগান দেওয়া হয়। তারপর থেকে কলকাতাতে এই স্লোগান দিতে শুরু করে বিজেপি দলের কর্মীরা। ফেসবুকের ভিডিও থেকে ও বেশ কিছু অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

About Author