Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Accident: ইসলামপুরে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন বিজেপি নেতাসহ ৩ জন

Updated :  Monday, May 31, 2021 10:33 AM

গতকাল রাতে পথ দুর্ঘটনার জেরে প্রাণ হারালেন বিজেপির প্রাক্তন কাউন্সিলর সহ তিনজন। জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে ইসলামপুরের রায়গঞ্জ এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে। গতকাল রাতে ওই প্রাক্তন বিজেপি কাউন্সিলর বাকি ৩ জনের সাথে শিলিগুড়ির দিক থেকে ইসলামপুরের দিকে যাচ্ছিলেন। রাতের বেলায় জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিকল বাড়ির পিছনে ছোট গাড়ি নিয়ে তারা ধাক্কা মারে। আর তার জেরেই ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা দুমড়ে যাওয়া গাড়ির ভিতর থেকে চালককে আশঙ্কাজনক অবস্থায় বার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। অন্যদিকে বিজেপি প্রাক্তন কাউন্সিলর অয়ন চন্দ্র এবং তার সাথীদের গাড়ি থেকে বার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, ওই এলাকায় বেশ জনপ্রিয় নেতা ছিলেন প্রাক্তন বিজেপি কাউন্সিলরদের অয়ন চন্দ্র। দুর্ঘটনায় তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে দৌড়ে আসেন একাধিক বিজেপি নেতাকর্মীরা।

জানা গিয়েছে, খবর পেয়ে হাসপাতালে পৌঁছান ইসলামপুর পৌরসভার প্রশাসক ও জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগারওয়াল। এছাড়াও হাসপাতালে ইসলামপুর টাউন বিজেপি সভাপতি সন্দীপ ভট্টাচার্যসহ একাধিক গেরুয়া নেতা দৌড়ে আসেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে ইসলামপুরের দিকে যাচ্ছিলেন বিজেপির প্রাক্তন কাউন্সিলর অয়ন চন্দ্র এবং তার সাথীরা। যাওয়ার পথে রাস্তার মাঝে বিকল হয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে ছোট গাড়িটি। এই ধাক্কার ফলে পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় ছোট গাড়ি। আর ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।