দিল্লির আরেকটি হাসপাতালকে সিল করা হল। দিল্লির জাহাঙ্গিপুরী এলাকার বাবু জগজীবন রাম হাসপাতালে চিকিৎসক সহ মোট ৪৪ জন কর্মী মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সিল করা হয়েছে হাসপাতাল। স্যানিটাইজড না হওয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ রাখা হবে। এর আগে হিন্দু রাও হাসপাতালের এক নার্স করোনা আক্রান্ত হওয়ায় সেই হাসপাতাল সিল করা হয়েছে।
হাসপাতালের আধিকারিকরা জানিয়েছেন যে ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে এই হাসপাতালগুলো বন্ধ রাখা হয়েছে। তবে এটাও বলা হয়েছে যাঁরা ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি রয়েছেন তাঁরা থাকবেন, তবে নতুন করে আর কোনও রোগী এখন ভর্তি নেওয়া হবে না। দিল্লির জাহাঙ্গিপুরী এলাকাতে অনেক করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে।
এদিকে দিল্লিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। দিল্লিতে মোট আক্রান্ত হয়েছে ২,৬৫২ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫৪ জনের। দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৯৬ জন। মৃতের সংখ্যা ৮২৪ জন।