Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আম্রপালিকে বিয়ে করলেন ৪৪ বছর বয়সি নিরাহুয়া, তারপর গাড়ির মধ্যেই শুরু করলেন রোমান্স, ভাইরাল ভিডিও

ভোজপুরি দুনিয়ার সবথেকে জনপ্রিয় তারকা এবং সাংসদ দীনেশ লাল যাদবের নতুন সিনেমা মেরে হাজবেন্ড কি শাদী হ্যায় খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে রিলিজ হতে চলেছে। ছট পুজো উপলক্ষে এই ভোজপুরি সিনেমাটি মুক্তি…

Avatar

ভোজপুরি দুনিয়ার সবথেকে জনপ্রিয় তারকা এবং সাংসদ দীনেশ লাল যাদবের নতুন সিনেমা মেরে হাজবেন্ড কি শাদী হ্যায় খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে রিলিজ হতে চলেছে। ছট পুজো উপলক্ষে এই ভোজপুরি সিনেমাটি মুক্তি পেতে চলেছে বিহার এবং উত্তর প্রদেশের বিভিন্ন সিনেমা হলে। এই ছবিতে দীনেশ লাল যাদব ছাড়াও মুখ্য ভূমিকায় রয়েছেন আম্রপালি দুবে এবং কাজল রাগবানী। এই ছবিতে একটি খুবই মজার গল্প রয়েছে যা ট্রেলারে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে কিছুটা। এই ছবিতে নিরাহুয়াকে দেখা যাবে দুই স্ত্রী আম্রপালি এবং কাজলের মধ্যে আটকা পড়া অবস্থায়।

ছবির ট্রেলার অত্যন্ত আকর্ষণীয় এবং ইতিমধ্যেই বহু মানুষের আকর্ষণ নিজের দিকে টানতে পেরেছে এই ছবির ট্রেলার। এই ছবির গল্প হতে চলেছে একেবারে সুপারহিট। উপরন্তু এই ছবিতে যেহেতু রয়েছে নিরাহুয়া, তাই সিনেমাটি হতে চলেছে একেবারে ঝকঝকে। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই এই ছবির গুণগান শুরু হয়ে গিয়েছে। এই ছবির জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনজনকে আমরা আরো একবার একসাথে দেখতে পেতে চলেছি। এরই মধ্যে ছবির একটি নতুন গান মুক্তি পেয়ে গিয়েছে। এই গানের ভিডিওটি মূলত চিত্রায়িত হয়েছে নিরাহুয়া এবং আম্রপালীর উপরে। এই গানটির নাম হলো দিল কে ঘাট পার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই গানটিতে দুজনের কেমিস্ট্রি বেশ পছন্দ করছেন সাধারণ মানুষ। আপলোড করা হয়েছে এবং ইতিমধ্যেই বহু মানুষ এই গানটির ভিডিওটি দেখে ফেলেছেন। ধনতেরাসের দিন ডিআরজে রেকর্ড ভোজপুরি নামের অফিসিয়াল ওয়েবসাইটে এই গানের ভিডিওটি আপলোড করা হয়েছে। ইতিমধ্যেই দশ হাজারের বেশি মানুষ এই গানের ভিডিওটি দেখেছেন। এই গানটি গিয়েছেন প্রিয়াঙ্কা সিং এবং গানের কথা লিখেছেন পেয়ারেলাল যাদব। সংগীত দিয়েছেন ওম ঝা। চলুন তাহলে এই গানের ভিডিওটি দেখে নেওয়া যাক।

About Author