দেশব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

5 Rupees Coin: নোট বাতিলের পর এবার লক্ষ্য কয়েন বাতিল, বিপদ এড়াতে জমানো টাকা কি করবেন?

আপনার কাছে যদি পাঁচ টাকার কয়েন থাকে তাহলে সেই কয়েন আর কিছুদিনের মধ্যে বাতিল হয়ে যেতে পারে

Advertisement

রিজার্ভ ব্যাংক কি এবারে ৫ টাকার কয়েন তৈরি করা বন্ধ করে দিতে চলেছে? বিগত কয়েক মাস ধরে কিন্তু ভারতে ৫ টাকার কয়েন কমে যাচ্ছে। বাজারে এখন আর পাঁচ টাকার কয়েন খুব একটা পাওয়া যায় না। সেখানেই এবারে প্রশ্ন উঠছে, ভারত থেকে কি এবারে পাঁচ টাকার কয়েন বাতিল হয়ে যেতে চলেছে? পিতলের তৈরি ৫ টাকার কয়েনের পাশাপাশি মোটা কয়েন ও একটা সময়ে বাজারে ছেড়েছিল রিজার্ভ ব্যাংক। কিন্তু এখন আর ৫ টাকার মোটা কয়েন তৈরি করা হয় না। সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ওই কয়েন তৈরি করতে পাঁচ টাকার থেকে অনেক বেশি খরচ হয়ে যায় এবং সেই কারণে এই ধরনের মোটা কয়েন তৈরি করা বন্ধ করে দিয়েছে রিজার্ভ ব্যাংক। কিন্তু কেন ভারতের বাজার থেকে পাঁচ টাকার কয়েন সরে যাচ্ছে? আসল কারণ কিন্তু অন্য।

গলিয়ে ফেলা হচ্ছে ৫ টাকার কয়েন

রিজার্ভ ব্যাংক সূত্রে জানা গিয়েছে, ভারতে এবং ভারতের আশেপাশের অন্যান্য দেশে ভারতের তৈরি ৫ টাকার কয়েন গলিয়ে ব্লেড তৈরি করছেন অনেক অসাধু ব্যবসায়ী। প্রতিটি কয়েন গলিয়ে পাঁচটি করে ব্লেড তৈরি হয়ে যাচ্ছে। প্রতিটি ব্লেডের দাম অন্ততপক্ষে দু টাকা করে। ফলে ৫ টাকার কয়েন গলিয়ে অন্তত দশ টাকার ব্লেড তৈরি করছেন অসাধু ব্যবসায়ীরা। এর ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। ভারতীয় অর্থনীতির উপরে এর একটা বড় প্রভাব পড়ছে এবং সেই কারণেই ৫ টাকার মোটা কয়েন সরিয়ে দিচ্ছে ভারতীয় রেলওয়ে। তার বদলে এখন বাজারে শুধু পিতলের কয়েন দেওয়া হচ্ছে। তবে কিছুদিনের মধ্যে পিতলের ৫ টাকার কয়েন ও কিন্তু সরিয়ে নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশে পাচার হচ্ছে ৫ টাকার কয়েন

রিজার্ভ ব্যাংক সূত্রে জানা গিয়েছে, এই ধরনের অসাধু ব্যবসা মূলত হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে পাচার হচ্ছে পাঁচ টাকার বিভিন্ন কয়েন। ৫ টাকার কয়েন গলিয়ে ব্লেড তৈরি করা হচ্ছে এবং কিছু কিছু জায়গায় এমন রয়েছে যেখানে একটি পাঁচ টাকার কয়েন গলিয়ে ৬ টি ব্লেড তৈরি হয়ে যাচ্ছে। প্রতিটি ব্লেড যদি ২ টাকা করে বিক্রি করা হয় তাহলে, একটি ৫ টাকার কয়েন গলিয়ে ১২ টাকা উঠে আসছে ব্যবসায়ীদের। এর ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। সেই কারণেই ৫ টাকার কয়েন তৈরি আর করতে চাইছে না, ভারতীয় রিজার্ভ ব্যাংক।

Related Articles

Back to top button