Today Trending Newsব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

২০২৪ সালের মধ্যে ভারতের অর্থনীতি শক্তিশালী, পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনযোগ্য : নরেন্দ্র মোদী

Advertisement

গত ছয় বছরের নিরিখে সবচেয়ে তলানিতে নেমে গিয়েছে দেশের আর্থিক বৃদ্ধি। পাঁচ শতাংশেরও নীচে নেমে গিয়েছে জিডিপি বৃদ্ধির হার। এর মধ্যেই শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন, বিজেপি সরকার ভারতীয় অর্থনীতিকে একটি শক্ত ভিত্তি দিয়েছে যা ২০২৪ সালের মধ্যে দেশকে পাঁচ ট্রিলিয়ন ডলারের ইকোনমিতে পরিণত করবে।

শুক্রবার নতুন দিল্লিতে ASSOCHAM (Associated Chambers of Commerce and Industry of India) এর ১০০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানেই এই মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিজেপি সরকারের অন্যতম প্রধান লক্ষ্যই হলো, ২০২৪ সালের মধ্যে ভারতীয় অর্থনীতিকে একটি শক্ত জায়গায় নিয়ে যাওয়া।

আরও পড়ুন : রামলীলা ময়দানে প্রধানমন্ত্রীর ওপর হামলা চালাতে পারে পাক সন্ত্রাস সংগঠন : সূত্র

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, ‘আজ থেকে পাঁচ ছয় বছর আগে পর্যন্তও ভারতীয় অর্থনীতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল। সেখান থেকে অর্থনীতিকে একটি স্থিতিশীল জায়গায় নিয়ে গিয়েছে বিজেপি সরকার। শুধুমাত্র স্থিতিশীলতা দেওয়াই নয়, অর্থনীতিতে শৃঙ্খলা আনার জন্য প্রচেষ্টা করেছে বিজেপি সরকার। কয়েক দশক ধরে শিল্পের পুরানো চাহিদা পূরণে মনোযোগ দিয়েছে বর্তমান সরকার।’ প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার অর্থনীতির আধুনিকীকরণ ও শিল্পে গতি বাড়ানোর জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে চলেছে।

প্রসঙ্গত, গত এপ্রিল-মে মাসে জাতীয় নির্বাচনের আগে ২০২৪ সালের মধ্যে ভারতকে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু বিগত কয়েক মাস ধরে ক্রমশই পড়েছে অর্থনীতি বৃদ্ধির হার। গত ছয় বছরের নিরিখে জিডিপি বৃদ্ধির হার সবচেয়ে কম বর্তমানে। এই পরিস্থিতিতে কিভাবে ২০২৪ সালের মধ্যে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে সেটাই এখন দেখার।

Related Articles

Back to top button