Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

DURGA PUJA 2019: ৫০ কেজি সোনা, ১১০ কেজি রুপোর গয়না দিয়ে তৈরি হচ্ছে মা দুর্গা! জেনে নিন কোথায়?

Updated :  Monday, September 30, 2019 7:49 AM

প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: বর্তমানে দুর্গাপূজা মানেই থিম আর থিম মানেই চমক এর উপর চমক। আর এবার ২০১৯ এ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে এবার এর থিম স্বর্ণ দুর্গা। প্রায় ৫০ কেজি সোনা দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা। মায়ের গায়ে উঠছে ১১০ কেজি রুপোর গয়না। সোনার পাত দিয়ে মা দুর্গা, সিংহ ও অসুর কে মোরা হচ্ছে।

এর জন্য প্রায় খরচ হচ্ছে ২০ কোটি টাকা। ১৩ ফুট উচ্চতার মা আপাদমস্তক মোরা থাকবেন স্বর্ণ দিয়ে।এই বিপুল পরিমাণ স্বর্ণ সরবরাহ করা হচ্ছে বৌবাজার থেকে। তবে অনেকে কটাক্ষ করে বলছেন চারিদিকে অর্থনৈতিক মন্দা ও যেখানে দেশে এত গরীব মানুষ বসবাস করে সেখানে এতো আড়ম্বর এর কোনো যৌক্তিকতা আছে? এই টাকার কিছু অংশ গরিবদের দান করা যেত!

তবে পুজো কমিটি জানিয়েছে, ২০১৭ সালে ২২ কেজি সোনার শাড়ি দিয়ে মাকে সাজানো হয়ছিলো। এই গয়না প্রতি বছর মাকে সাজাতে ব্যাবহার করা হয়। পুজোর শেষে তুলে রাখা হয়। তাছারা, এবছর পুজোর প্রতিমা বিসর্জন হবে প্রতীকী। এবারে মণ্ডপ হচ্ছে সূর্য মন্দিরের আদলে, যেখানে রথ টানবে সাতটি ঘোড়া।