Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাত্র ৫০০ টাকায় পেয়ে যান সিলিন্ডার, জানুন কোন রাজ্যে শুরু হবে অফার

Updated :  Monday, December 19, 2022 10:04 PM

দেশের দরিদ্রদের সাহায্য করার জন্য সরকার অনেকগুলি পরিকল্পনা এই মুহূর্তে চালাচ্ছে। আর্থিক সাহায্য থেকে শুরু করে বিনামূল্যের রেশনও সরকারের মাধ্যমে দরিদ্রদের দেওয়া হচ্ছে। এই ধারাবাহিকতায়, কেন্দ্রীয় সরকারের মাধ্যমে দরিদ্রদের এলপিজি সংযোগ দেওয়ার জন্য একটি প্রকল্পও চালানো হচ্ছে। এর জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) চালু করেছিল সরকার। মে ২০১৬-এ, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’ (PMUY) নামের একটি ফ্ল্যাগশিপ স্কিম চালু করে যার লক্ষ্য গ্রামীণ এবং সুবিধাবঞ্চিত পরিবারগুলিতে এলপিজির মতো পরিষ্কার রান্নার জ্বালানি সরবরাহ করা। ঐতিহ্যবাহী রান্নার জ্বালানী যেমন জ্বালানী কাঠ, কয়লা, ঘুঁটে ইত্যাদির ব্যবহার গ্রামীণ মহিলাদের স্বাস্থ্যের পাশাপাশি পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। তাই সেইসব জ্বালানি দ্রব্য যাতে কম ব্যবহার করা হয়, সেই ব্যাপারে আরো সচেতন করতে এই যোজনার শুরু করেছিল সরকার।

তবে এবারে রান্নার গ্যাসের উপরে শুরু হলো একটা ধামাকা অফার। এই অফারে মাত্র ৫০০ টাকায় আপনারা পেয়ে যাবেন রান্নার গ্যাস। অর্থাৎ মাত্র ৫০০ টাকা খরচ করলেই আপনি নিজের বাড়ির জন্য একটা সিলিন্ডার বুক করতে পারবেন। বর্তমানে যেখানে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ১০৫০ টাকা, সেখানে মাত্র ৫০০ টাকায় যদি সিলিন্ডার পাওয়া যায় তাহলে এর থেকে ভালো অফার আর হয়তো হতেই পারে না। ২০২৩ সালের ১ এপ্রিল থেকে এই অফার শুরু হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে।

তবে আপনাদের জানিয়ে রাখি, এই অফার কিন্তু সবাই পাবেন না। একটি নির্দিষ্ট রাজ্যের মানুষদের মধ্যে যারা দারিদ্র সীমার নিজে বসবাস করেন শুধুমাত্র তাদের জন্যই এই নতুন অফার চালু করা হয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক দেহলোট এই নতুন অফার চালু করে দিয়েছেন। এর মাধ্যমে রাজস্থানের মানুষদের নানারকম সুযোগ-সুবিধা পাওয়ার সুযোগ করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। উজ্জ্বলা প্রকল্পের আওতায় এই সুবিধা পাবে রাজস্থানের মানুষ। তাই বলতে গেলে রাজস্থানের সাধারণ মানুষের সুবিধা আগামী বছর থেকে বাড়তে চলেছে।