Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হাওড়া শিয়ালদহ ডিভিশনে করোনা মোকাবিলায় আসরে রেল পুলিশ, মাস্ক ছাড়া দেখলেই ৫০০ টাকা জরিমানা

Updated :  Monday, April 19, 2021 11:57 AM

চলতি সপ্তাহে ভারতে করোনা পরিস্থিতি প্রতিনিয়ত খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউতে রীতিমতো নাজেহাল হয়ে পড়েছে সাধারণ মানুষ। নতুন মিউটান্ট স্ট্রেন সংক্রমণ দ্রুতগতিতে করছে এবং মৃতের সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যভাবে। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে চলতি সপ্তাহে দৈনিক সংক্রমনের গ্রাফ ২ লাখ ৭৩ হাজারের গণ্ডি ছুঁয়েছে। গোটা দেশের পাশাপাশি ভয়াবহ করোনা পরিস্থিতি রাজ্যতেও। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হচ্ছে কলকাতা শহরে। এই ভয়াবহ পরিস্থিতিতে ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা করে বেশ উদ্বেগে আছে গোটা রাজ্যবাসী।

করোনার প্রকোপে পড়েছে লোকাল ট্রেন পরিষেবা। এই পরিস্থিতিতে আক্রান্ত হয়েছে রেলের গার্ড থেকে চালক। রেল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ১৪ জন রেল গার্ড করোনায় আক্রান্ত হয়েছে। গত রবিবার শিয়ালদাহ স্টেশন থেকে ১৮ টি লোকাল ট্রেন বাতিল হয়। তবে হাওড়া স্টেশন থেকে তেমন কোনো ট্রেন বাতিল হইনি। তবে ট্রেন পেলেই লোকের সংখ্যা ব্যাপক বেড়ে যাচ্ছে। বেশিরভাগ মানুষকেই মাস্ক ছাড়া দেখা যাচ্ছে। তারা সবাই সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে মেলামেশা করছে। এর ফলে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমন।

সাধারণ মানুষের এমন উদাসীন মনোভাবের কারণে এবার মাঠে নামছে রেল পুলিশ। জানা গিয়েছে শিয়ালদা এবং হাওড়া ডিভিশনের রেল পুলিশ ট্রেন এবং স্টেশন চত্বরে যাত্রীরা করোনা বিধি মেনে চলছে নাকি তা দেখার জন্য নজরদারি চালাবে। মাস্ক ছাড়া ধরা পড়লে ৫০০ টাকা জরিমানা করা হবে। এছাড়াও যত্রতত্র যাতে না কেউ থুতু ফেলে তার দিকে নজর রাখা হচ্ছে। আর প্রশাসনের পক্ষ থেকে মাস্কবিহীন যাত্রীদের মাস্ক দেওয়া হচ্ছে।