Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এক দিনেই ৫০০ জন শিক্ষক শিক্ষিকার নিয়োগ পত্র দিল মধ্যশিক্ষা পর্ষদ

Updated :  Tuesday, September 29, 2020 5:35 PM

কলকাতা: ৫০০ জন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষা কর্মী এবং প্রধান শিক্ষকদের নিয়োগ পত্র দিল মধ্যশিক্ষা পর্ষদ। তাও আবার মাত্র এক দিনে। যার ফলে এবার মেঘলা আকাশে রোদের দেখা পেতে চলেছে রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। কিন্তু তাই বলে কবে থেকে চাকরিতে যোগ দেবেন শিক্ষক বা শিক্ষিকারা সেই বিষয়ে বিস্তারিত ভাবে জানানো হয়নি পর্ষদ এর তরফে।

জানানো হয়েছে এক্ষেত্রে স্কুল পুরোপুরি ভাবে না খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্কুল থেকে শিক্ষক-শিক্ষিকারা বদলি হচ্ছেন এবং যে স্কুলে যোগ দেবেন উভয় স্কুলেই মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগ পত্র পাঠানো দরকার। করোনা সংক্রমণের কারনে প্রায় দেশের সব কিছু দুই মাস বন্ধ ছিল।

লক ডাউনের কারণে বন্ধ ছিল স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এবার এক এক করে তা খুলতে শুরু করছে। মনে করা হচ্ছে এক এক করে এবার সব কিছুই এক এক করে স্বাভাবিক হতে শুরু করেছে। তাই এই কাজের আর বেশি দেরি হবে না।

দীর্ঘদিন ধরেই সাধারণ বদলি ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ডের মাধ্যমে বদলির প্রক্রিয়া বন্ধ পড়েছিল, কিন্তু এবার তা আবার নতুন করে শুরু করা হবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার কারণে স্কুল সার্ভিস কমিশনের তরফে বদলি সংক্রান্ত সুপারিশের চিঠি মধ্যশিক্ষা পর্ষদের পাঠানো হলেও সেই প্রক্রিয়া নিয়ে কোন কাজ এগোয়নি। তাই এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এখনো বেশ কিছু দিন অপেক্ষা করতে হতে পারে বলে মনে করা হচ্ছে।