Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ক্যামেরার সামনে লাল পোশাকে অস্বস্তিতে পড়লেন ৫১ বছর বয়সী Kajol, লজ্জায় লাল অভিনেত্রী

Updated :  Thursday, June 15, 2023 10:52 AM

৯০ দশকের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন কাজল। শুরুর সময় থেকেই একের পর এক ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন নিজের দর্শকদের। তার প্রাণবন্ত অভিনয় বারবারই নজর টেনেছে দর্শকদের। বর্তমান সময়ে দাঁড়িয়েও ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা কায়েম রেখেছেন তিনি। বড়পর্দার পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মেও ইতিমধ্যেই একাধিক কাজ করে ফেলেছেন অভিনেত্রী। বলাই বাহুল্য, কারণে অকারণে মিডিয়ার নজর সর্বদা টিকে থাকে তনুজা কন্যার উপর। সম্প্রতি পিআর বলিউডের সূত্র ধরেই একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে, যার সূত্রেই আপাতত একাংশের মাঝে চর্চিত অভিনেত্রী।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে খুব সম্ভবত নিজের কোন কাজের প্রচারেই দেখা গিয়েছিল। সাথে ছিলেন অজয় দেবগন। এদিনের অনুষ্ঠানে অভিনেত্রীকে একটি লাল রঙের পোশাকেই দেখা গিয়েছিল। পাশাপাশি অভিনেতার পরনে ছিল ব্লু ডেনিম ও শ্যাওলা রঙের শার্ট। চোখে চশমার পাশাপাশি পায়ে খয়েরী রঙের জুতোও পরেছিলেন তিনি। পাশাপাশি অভিনেত্রীর পায়ে ছিল সোনালী রঙের হাই হিলও। তবে এই মুহূর্তে নিজের লুকের সূত্র ধরে নয়, নিজের পোশাকের সূত্র ধরেই একাংশের মাঝে অস্বস্তিতে অভিনেত্রী।

সম্প্রতি যে ঝলকটি একাংশের নজর কেড়েছে সেখানে সাক্ষাৎকার দেওয়ার সময় বারবারই নিজের পোশাক ঠিক করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এই ঝলকে অভিনেত্রী একটি সাদা সোফায় পায়ের উপর পা তুলেই বসেছিলেন। হাসিমুখেই দিচ্ছিলেন সাক্ষাৎকার। তবে ক্যামেরার সামনে যে অভিনেত্রী বেশ কিছুসময়ে পোশাকের জন্যই অস্বস্তিতে পড়েছিলেন, তা ঝলকে নজর রাখলেই স্পষ্ট হবে। তবে বলিউডের প্রথম সারির অভিনেত্রী হওয়ার সুবাদে এই ধরনের পরিস্থিতি খুব ভালোভাবেই সামলে নিতে জানেন তিনি। সেকথা অবশ্য আলাদাভাবে উল্লেখ না করলেও চলবে।