Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দেশবাসীর জন্য কল্পতরু নরেন্দ্র মোদি, ৫৫১ অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট বসছে পিএমকেয়ার ফান্ডের টাকায়

Updated :  Sunday, April 25, 2021 4:55 PM

চলতি বছরের প্রথমের দিকে ভারতে করোনা দাপট উল্লেখযোগ্যভাবে কমে গেলেও এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। দেশ জুড়ে প্রায় প্রতিদিন সাড়ে ৩ লাখ মানুষ করোনা সংক্রামিত হচ্ছে। এই পরিস্থিতিতে ভেঙে পড়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। বেড পাওয়া যাচ্ছে না। গুরুতর অভাব দেখা গিয়েছে অক্সিজেনের। হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে অনেক করোনা রোগীর। দেশের প্রত্যেকটি রাজ্য এই পরিস্থিতিতে অক্সিজেনের জন্য হাহাকার করছে। এরইমধ্যে বড়সড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার মোদির হাত ধরেই হবে সমাধান হবে দেশের অক্সিজেন ঘাটতি সমস্যা।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে মেডিকেল অক্সিজেন উৎপাদনের লক্ষ্যে দেশজুড়ে ইন্সটল করা হবে ৫৫১ টি ‘প্রেসার সুই মেডিকেল অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট’। এই প্রকল্পের জন্য পুরোপুরি পয়সা আসবে পিএম কেয়ার ফান্ড। মন্দি দপ্তর থেকে আজ সকাল বেলা এই ঘোষণা করা হয়েছে। তারা বলেছে, “প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন যাতে যত দ্রুত সম্ভব ৫৫১ টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট কার্যকর করা যায়। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের জেলাগুলির হেডকোয়ার্টার অবস্থিত সরকারি হাসপাতালে এই প্ল্যান্ট বসানোর পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্পের সমস্ত খরচ বহন করছে পিএমকেয়ার ফান্ড।”

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই ২০১.৫৮ কোটি টাকা ১৬২ অক্সিজেন প্ল্যান্ট প্রস্তুত করার জন্য বরাদ্দ করা হয়েছিল। এরপর বাকি ৫৫১ প্ল্যান্ট তৈরি হয়ে গেলে ভারতে হয়তো অক্সিজেনের অভাবে আর কখনো মৃত্যু হবে না। এছাড়া জানিয়ে রাখা ভাল, গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন সাড়ে তিন লাখ। তার মধ্যে মৃত্যু হার বেড়ে গিয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ৩ হাজারের গণ্ডি স্পর্শ করতে চলেছে। এদের মধ্যে অনেকের শুধুমাত্র অক্সিজেন না পাওয়ার জন্য মৃত্যু হয়েছে।