করোনা আতঙ্ক : ৫৮ জন ভারতীয়কে নিয়ে দেশে ফিরল বায়ুসেনার বিমান
করোনা আতঙ্ক সারা বিশ্বে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। চিনের পর সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ হলো ইটালি ও ইরান। এখনও পর্যন্ত ইরানে ৭ হাজারেরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। মারা গিয়েছেন ২৩৭ জন। যার ফলে ইরানে বসবাসকারী প্রায় ২ হাজার ভারতীয়ের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আটকে পড়েছেন বহু ভারতীয়। জ্বর ও সর্দির মতো উপসর্গ নিয়ে ইরানের বিভিন্ন প্রান্তে আটকে থাকা ভারতীয়ের সংখ্যা প্রায় ৩০০ বলে জানা গেছে। তাদের উদ্ধার করে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নয়াদিল্লির কাছে আবেদন করেছেন অনেকেই।
এই পরিস্থিতিতে সোমবার রাত ৮ টা নাগাদ তেহরানের উদ্দেশ্যে রওনা দেয় ভারতীয় বায়ুসেনার একটি বিমান। রাতের মধ্যেই ইরানে পৌঁছে ৫৮ জন ভারতীয়কে উদ্ধার করে সকালে গাজিয়াবাদের হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে এসে অবতরণ করেন সি-১৭ গ্লোবমাস্টার নামের ওই বিমানটি। প্রসঙ্গত, এই বিমানটি করেই ২৭ ফেব্রুয়ারি চিনের উইহান প্রদেশে আটকে ৭৬ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করে দেশে ফেরত আনা হয়েছিল। এছাড়াও, বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত জিনিসপত্র এই বিমানে করেই চিনে পাঠানো হয়েছিল।
আরও পড়ুন : নতুন করে আক্রান্ত ৬, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৫
কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে, করোনা মোকাবিলায় প্রস্তুত ভারত। দেশের বিভিন্ন প্রান্তে ৩৭ টি শহরে ১২০ জনকে রাখার মতো আইসোলেশন ওয়ার্ড ও ৫৪৪০ জন রাখার ক্ষমতাসম্পন্ন কোয়ারেন্টাইন সেন্টার তৈরী করা হচ্ছে। এই কাজে সিএপিএফ-এর জওয়ানদের প্রশিক্ষণ দেবে আইটিবিপি-র জওয়ানরা।