Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

BIG NEWS: বাজারে আসতে চলেছে প্রথম 5G মোবাইল!

Updated :  Tuesday, October 15, 2019 7:10 PM

২০১৬ সালের মাঝসময়ে ভারতে 4G নেটওয়ার্ক শুরু হয়েছিল। এখন ২০১৯ ভারতীয় চারিদিকে 4G নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে। এবং প্রতিটি মোবাইল সংস্থা নিজেদের 4G মোবাইট সেট বের করে নিয়েছে। এবার বাজারে আসতে চলেছে 5G ফোন যা আনতে চলেছে ওয়ান প্লাস।

ওয়ান প্লাস 7T যা লন্ডনে লঞ্চ করতে চলেছে। এই ফোনের সব সেটগুলোতে 4G এর সাথে সাথে 5G বের করতে চলেছে ২০২০ এর প্রথম দিকে। ওয়ান প্লাসের সিইও বলেন, ওয়ান প্লাস কোম্পানি এবার থেকে 5G মোবাইল সেট বের করানোর দিকে নজর দেবে।

আশা ঈরা যাচ্ছে ২০২০ সালের ওয়ান প্লাস উন্নত ধরনের ফোন ফের করবে। লন্ডনে ওয়ান প্লাসের 5G ফোন বের করার পর কোম্পানি উল্লেখ করেন, 5G স্মার্টফোন তার সর বৈশিষ্ট্য সমেত বাজারে চলে এসেছে, এবং তারা আরও উন্নত করার চেষ্টা করবে নিজেদের স্মার্টফোনকে।