দেশনিউজ

বাতিল করা হলো ৬ লক্ষ আধার কার্ড! আপনার আধার কার্ড বাতিল হয়নি তো? বুঝে যান সহজেই

প্রায় ৬ লক্ষ আধার কার্ড বাতিল করেছে কেন্দ্রীয় সরকারের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া

Advertisement

মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সচিত্র পরিচয় পত্র আধার কার্ড নিয়ে প্রথম থেকেই বেশ কিছুটা কড়া মনোভাব গ্রহণ করেছিল কেন্দ্রীয় সরকার। ভারতের সবথেকে জরুরি পরিচয় পত্র হিসেবে আধার কার্ডকে তুলে ধরা থেকে শুরু করে, সমস্ত পরিষেবার সঙ্গে আধার কার্ডকে সংযুক্ত করা, এই সবকিছুই ছিল মোদি সরকারের অন্যতম ক্রিয়া-কলাপ। তবে এবারে নকল আধার কার্ড নিয়েও নতুন করে সক্রিয় হলো কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ইতি মধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রায় সাড়ে ছয় লক্ষ আধার কার্ড কে বাতিল বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। এই সমস্ত আধার কার্ড ছিল একেবারে নকল আধার কার্ড।

কেন্দ্রীয় সরকারের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ওরফে ইউআইডিএআই এই সাড়ে ছয় লক্ষ্য আধার কার্ডকে বাতিল বলে ঘোষণা করেছে। ভুয়ো আধার কার্ড সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে গত ২০ জুলাই সংসদের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছিলেন, বাতিল করে দেওয়া হয়েছে মোট ৫,৯৮,৯৯৯ টি ভুয়ো আধার কার্ড। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, জালিয়াতি রুখতে আধার কার্ডের সঙ্গে আরও বাড়তি সুরক্ষা যুক্ত করা হয়েছে।

বিগত কয়েক বছরে হামেশাই ভুয়া আধার কার্ড ব্যবহার করার অভিযোগ উঠে এসেছে ভারতে। নানা জায়গায় ব্যবহার করে বহুবার জালিয়াতির অভিযোগও উঠেছে। এবার সেই নিয়েই বেশ তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকারের ইউআইডিএআই কর্তৃপক্ষ। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, আধার কার্ডের যাতে জালিয়াতি না করা যায় সেই জন্য বাড়তি সুরক্ষা ব্যবস্থা যোগ করা হয়েছে। যারা নতুন নথিভুক্ত করছেন তাদের ক্ষেত্রে ‘ফেস’ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট এবং বায়োমেট্রিক সমস্ত ধরনের ব্যবস্থা রাখা হয়েছে নতুন আধার কার্ডের ক্ষেত্রে।

Related Articles

Back to top button