আবারো মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো পরিযায়ী শ্রমিকদের। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের মুজফফরনগর। উত্তরপ্রদেশের একটি সরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ৬ শ্রমিক এবং আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ৪ জন। জানা যাচ্ছে, পাঞ্জাব থেকে বিহারের গোপালগঞ্জ হেঁটে যাচ্ছিলেন তারা।
পুলিশ জানাচ্ছে, ঘাতক ওই বাসে কোনো যাত্রী ছিলনা। বাসচালক একাই বাসটি চালিয়ে যাচ্ছিলেন। বুধবার রাত ১১টা নাগাদ ঘটে ঘটনাটি। ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই বাসচালক পলাতক। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বুধবার রাত ১১টা নাগাদ মুজফফরনগরের কোতয়ালি থানা এলাকায় মুজফফরনগর দেববন্দ সাহারানপুর রাজমার্গ টোল প্লাজার কাছে ক্লান্ত পরিযায়ী শ্রমিকদের উপর নিয়ন্ত্রণহীন একটি বাস চলে যায়।
ঘটনাস্থলেই মারা যান ৬ জন, আহত হন ৪ জন। আহতদের জেলা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য, সেখান থেকে মেরঠের হাসপাতালে। মৃতদেহ গুলি ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ আরও জানাচ্ছে, ওই বাসের চালক সম্পূর্ণ মদ্যপ অবস্থায় বাস চালাচ্ছিল। দুর্ঘটনা ঘটার পরেই সে পলাতক।