Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৬ বার যখন উফ মুহুর্তের কারণে বিব্রত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, ভাইরাল ছবি

Updated :  Sunday, January 15, 2023 9:08 AM

বলি জগতের তারকাদের গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ থেকে শুরু করে, তাঁদের ব্যক্তিগত জীবন সমস্তই অনুরাগীদের নজরে থাকে। কোন অভিনেতা অভিনেত্রী কবে কোন ছবি পোস্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে বা প্রিয় তারকারা কোথায় ঘুরতে যাচ্ছেন বা কার সাথে সময় কাটাচ্ছেন সবকিছু নিয়েই চর্চা চলে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। তারকারা কখন কোথায় যাচ্ছেন সবই নজরে থাকে নেটিজেনদের। আসলে তারকারা বাড়ি থেকে বের হলেই তাদের লেন্সবন্দি করে নেন পাপ্পারাজিরা। এই বলি জগতের এক জনপ্রিয় অভিনেত্রী হলেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি প্রায় সবসময় ইন্টারনেটে চর্চায় থাকেন।

বলিউড তারকারা বিভিন্ন স্টাইলিশ পোশাক পরে সর্বদাই চর্চায় থাকেন। তবে এই স্টাইলিশ পোশাক পরতে গিয়ে অনেক সময় তারকারা উপস মোমেন্টের শিকার হন। প্রিয়াঙ্কা চোপড়াও বহুবার উপস মোমেন্ট এর শিকার হয়েছেন। আজ এই নিবন্ধে, আমরা এমন ৬ টি ঘটনার কথা জানব যখন প্রিয়াঙ্কা তার উপস মুহুর্তের কারণে বিব্রত হতে হয়েছিল।

প্রিয়াঙ্কা চোপড়া কিছুদিন আগে তার স্বামী নিক জোনাসের সাথে একটি কালো স্বচ্ছ পোশাক পরেছিলেন যাতে ফুলের ডিজাইন ছিল। তিনি সেই পোশাক পরে ডিনারে গিয়েছিলেন। কিন্তু তার ফুলের ডিজাইন শরীরের অনাবৃত অংশ ঢাকতে পারেনি। এই পোশাক পরে ব্যাপক বিব্রত হয়েছিলেন অভিনেত্রী।

৬ বার যখন উফ মুহুর্তের কারণে বিব্রত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, ভাইরাল ছবি

এছাড়া কিছুদিন আগে নিউ ইয়র্কে অ্যাডাম ডিভাইনের সাথে একটি শুটিং করছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। শুটিং এর সময় অ্যাডাম পিছন থেকে প্রিয়াঙ্কা চোপড়াকে চেপে ধরে এবং সেই সময় অভিনেত্রীর পোশাকের একটি অংশ স্লিপ খেয়ে যায় এবং তার ক্লিভেজ স্পষ্টভাবে দৃশ্যমান হয়।

৬ বার যখন উফ মুহুর্তের কারণে বিব্রত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, ভাইরাল ছবি

প্রিয়াঙ্কা চোপড়ার জন্য আরেকটি বিব্রতকর মুহূর্ত ছিল নিক জোনাসের সাথে ভ্যানিটি ফেয়ার আফটার পার্টিতে। আসলে, প্রিয়াঙ্কা যে কালো পোশাকটি পরেছিলেন তার গলা ছিল ডিপনেক। তাই মাঝে মাঝেই তাকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল।

৬ বার যখন উফ মুহুর্তের কারণে বিব্রত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, ভাইরাল ছবি

এছাড়া গ্ল্যামার ডিভা অনুষ্ঠানে অভিনেত্রী একটি ছোট সাদা পোশাক পরে গিয়েছিলেন। তাতে তাকে খুবই সুন্দরী দেখাচ্ছিল। কিন্তু আঁটোসাঁটো পোশাক পরে চেয়ারে বসাতে তাঁর প্যান্টি দৃশ্যমান হয়। এতে উপস মোমেন্ট এর শিকার হয়েছিলেন অভিনেত্রী।

প্রিয়াঙ্কা চোপড়া একটি পার্টি চলাকালীন একটি কালো চামড়ার পোশাকে ওয়ারড্রোব ম্যালফাংশনের শিকার হন। ওই পোশাকের পাশ দিয়ে শরীরের সব অংশ দেখা যাচ্ছিল।

‘আই ক্যান্ট মেক ইউ লাভ মি’ গানটির লঞ্চ ইভেন্টে, প্রিয়াঙ্কা চোপড়া একটি নেট স্কার্ট এবং ক্রপ টি-শার্ট পরে উপস্থিত হয়েছিলেন। ফ্ল্যাশলাইটে নেটের স্কার্ট এর তলায় অভিনেত্রীর প্যান্টি দেখা যাচ্ছিল।