CAA -NRC প্রসঙ্গের প্রতিবাদে মুখ্যমন্ত্রী সরব অথচ সেই CAA-NRC ইস্যুতে তৃণমূলের ৬০ বিধায়ক চান দল পরিবর্তন করতে চান। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এমনটা দাবি করেছেন। বাঁকুড়ার এই সাংসদ এক সময় তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন।
শনিবার ময়ূরেশ্বরের দু’নম্বর ব্লকে বিজেপি সভায় তিনি এই প্রসঙ্গে মন্তব্য করে বলেছেন যে সকল বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সাথে দল করতে পারছেন না এমন ৬০ জন বিধায়ক CAA র সমর্থনে বিজেপিতে যোগদান করতে চান। তার মধ্যে একজন প্রভাবশালী মন্ত্রীও আছেন যে কি না জঙ্গলমহলের নেতা।
আরও পড়ুন : বিজেপি এর এজেন্ডা হচ্ছে ধর্মীয় ফ্যাসিস্টিক অ্যাটিটিউড : ইন্দ্রজিৎ দাশগুপ্ত
রাজ্যে যে হিংসার পরিস্থিতি তার জন্য সৌমিত্র খাঁ মুখ্যমন্ত্রী কে দায়ী করে বলেছেন মুখ্যমন্ত্রী ভাংচুরের নেত্রী। উনি জাতি ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন যার ফলস্বরূপ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন।