Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৭ বছর বয়সী অভিজিতা হলেন বিশ্বের সর্বকনিষ্ঠ লেখক, পেলেন ‘রাইটিং ইন গ্র‍্যান্ডমাস্টার’ উপাধি

Updated :  Tuesday, November 17, 2020 11:15 AM

ভারতবর্ষের মুকুটে যুক্ত হল আরেকটি গৌরবের পালক। এবার সাত বছর বয়সী ভারতীয় মেয়ে অভিজিতা গুপ্তা পেলেন বিশ্বের সর্বকনিষ্ঠ লেখক হওয়ার স্বীকৃতি। ‘ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস’ –এর মাধ্যমে বিশ্বের সর্বকনিষ্ঠ লেখক হওয়ার স্বীকৃতি পেলেন অভিজিতা। এছাড়া ‘এশিয়া বুক অফ রেকর্ডস’ থেকে অভিজিতাকে ‘রাইটিং ইন গ্র‍্যান্ডমাস্টার’ উপাধিতে ভূষিত করা হল। ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ অনুযায়ী অভিজিতা গদ্য ও কবিতার ক্ষেত্রে সর্বকনিষ্ঠ লেখিকা।

অভিজিতার লেখা বইটির নাম হল ‘হ্যাপিনেস অল অ্যারাউন্ড’। এই বইটি পাঠকমহলে যথেষ্ট সমাদৃত হয়েছে। সাত বছর বয়সী অভিজিতার লিখতে ভালো লাগে। রাষ্ট্রকবি মৈথিলিশরণ গুপ্তা এবং সন্ত কবি সিয়ারামশরণ গুপ্তার পৌত্রী হলেন অভিজিতা। অভিজিতা বলেন, তাঁর চারপাশের পরিবেশ তাঁকে লেখার রসদ যোগায়। অভিজিতার নিজের পছন্দের কবিতা হলো, ‘মাদার আর্থ’, ‘লেট’স ট্রাই, লেট’স ফ্লাই’, ‘স্টাডি ইজ মাই বেস্ট বাডি’, ‘প্রিশিয়াস ফ্রেন্ডশিপ’।

গাজিয়াবাদের বাসিন্দা চার্টার্ড অ্যাকাউন্ট‍্যান্ট আশিষ গুপ্তা ও ব্যবসায়ী অনুপ্রিয়া গুপ্তার একমাত্র মেয়ে অভিজিতার লেখার শুরু মাত্র পাঁচ বছর বয়সে। অভিজিতার বাবা-মা গর্বিত মেয়ের লেখিকা সত্ত্বা নিয়ে। তাঁরা বলেন, অভিজিতার লেখা বই সমাজকে নতুন বার্তা দেবে। অভিজিতার লেখা বইটি পাবলিশ করেছে ‘দি ইনভিনসিবল পাবলিশার্স’। এই মুহূর্তে বইটির হার্ড কপি ও কিন্ডল এডিশন, দুই-ই পাওয়া যাচ্ছে। অভিজিতার পরবর্তী বই-এর বিষয় হল করোনার প‍্যান্ডেমিক পরিস্থিতিতে শিশুদের সামাজিক অবস্থান ও এই শিশুদের উপর এই পরিস্থিতির প্রভাব।