Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

72 Hoorain Trailer: সেন্সর বোর্ডের অনুমোদন ছাড়াই মুক্তি পেল ছবির ট্রেলার, জানুন ছবির গল্প কী?

Updated :  Thursday, June 29, 2023 1:16 PM

‘দ্যা কাশ্মীর ফাইলস’, ‘দ্যা কেরালা স্টোরি’ ছবিগুলি নিয়ে এর আগে মিডিয়ার পাতায় কম চর্চা হয়নি। এবার আরো এক ছবি ধর্মীয় বিতর্কের সূত্র ধরেই উঠে এসেছে চর্চায়। খুব সম্প্রতি সঞ্জয় পুরান সিং চৌহান পরিচালিত ‘৭২ হুরেন’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। আর সেই ট্রেলারই আপাতত শোরগোল ফেলে দিয়েছে মিডিয়ার পাতায়। বলাই বাহুল্য, উল্লেখ্য ছবির ট্রেলার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই তোলপাড় সৃষ্টি করেছে দর্শকদের মাঝেও।

‘৭২ হুরেন’ ছবির ট্রেলার অনুযায়ী, কিভাবে ইসলাম ধর্মের দোহাই দিয়ে মানব বোমা তৈরি করা হয়, সেই ব্যাপারটাই বিস্তারিতভাবে দেখানো হয়েছে। স্বর্গলাভের আশা দেখিয়ে কিভাবে তাদের মগজধোলাই করা হয়, সেই দৃশ্যও উঠে এসেছে ছবির ট্রেলারে। বর্তমান প্রেক্ষাপটে এই ছবিটি নিজের প্রাসঙ্গিকতার সূত্র ধরেই কেড়েছে শিরোনাম। এই মুহূর্তে পরিচালক নিজেই ছবির ট্রেলার শেয়ার করে নিয়েছেন নিজের ইনস্টা হ্যান্ডেলে।

উল্লেখ্য, সেন্সার বোর্ডের অনুমতি ছাড়াই প্রকাশ্যে আনা হয়েছে ‘৭২ হুরেন’এর ট্রেলার। এই ছবি দুটি ধর্মের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে পারে বলে মত সেন্সর বোর্ডের। তবে অনুমতি ছাড়া ছবির ট্রেলার মুক্তি পাওয়ায় ক্ষুব্ধ অশোখ পন্ডিতও।

সঞ্জয় পুরান সিং চৌহান পরিচালিত ‘৭২ হুরেন’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে পবন মালহোত্রা ও আমির বাসিরকে। ছবিতে পাকিস্তানি মানব বোমা হিসেবেই দেখা মিলবে তাদের। ছবিটি চলতি বছরে ৭’ই জুলাই মুক্তি পেতে চলেছে। সব ঠিকঠাক থাকলে মোট ১০’টি ভাষায় মুক্তি পাবে এই ছবি।