কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এবার বড় সুখবর শোনাতে চলেছে মোদি সরকার। আবারো তাদের ডিএ বাড়বে বলে জানা গিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। DA বৃদ্ধি প্রসঙ্গ নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা না হলেও অনেক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। জানা যাচ্ছে যে মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এর ফলে বর্তমানের মহার্ঘ ভাতা ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৫ শতাংশ হবে।
আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বছরে দুবার সংশোধন করা হয়। জানুয়ারিতে ডিএ বাড়ানো হয়েছে এবং এখন জুলাইয়ের মহার্ঘ ভাতা বাড়ানো হবে। জানুয়ারী থেকে কার্যকর ডিএ ৪২ শতাংশ করা হয়েছিল। এই মহার্ঘ্য ভাতা AICPI সূচকের ভিত্তিতে নির্ধারিত হয়। গত ৩১ শে জুলাই শ্রম মন্ত্রক জুনের সিপিআই আইডাব্লিউ প্রকাশ করেছে যার ৩ শতাংশের থেকে সামান্য একটু বেশি। সরকার যেহেতু দশমিক বিন্দু বিবেচনা করে না তাই সেই নিরিখে DA ৪ শতাংশ বাড়ার বদলে ৩ শতাংশ বাড়ানো হতে পারে।
সরকার যদি সেপ্টেম্বরে ডিএ এবং ডিয়ার বৃদ্ধি করে তাহলে তা ১ ই জুলাই এর হিসাবে কার্যকর হবে। এর আগে ২৪ শে মার্চ ২০২৩ সালে DA বাড়ানো হয়েছিল। সেই মহার্ঘ ভাতা বৃদ্ধি ১ ই জানুয়ারি ২০২৩ সালের হিসেবে করা হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার তাদের এক কোটির বেশি কর্মচারী এবং পেনশনভোগীদের এই ডিএ সুবিধা দিয়ে থাকেন। তাই এবার কেন্দ্রীয় সরকার কবে আনুষ্ঠানিক ঘোষণা করে পরবর্তী DA বৃদ্ধি করবে সেটাই দেখার।