Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

DA বৃদ্ধির পাশাপাশি আরও একটি বড় সুখবর, নতুন বছরে এই বিরাট উপহার দেবে মোদী সরকার

Updated :  Friday, November 24, 2023 4:28 PM

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর। এতে লাভবান হবেন লাখ লাখ মানুষ। আসলে কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের জন্য প্রায় নতুন নতুন প্ল্যান নিয়ে আসে। তারা মাঝে মধ্যেই এমন কিছু সুখবর মানুষদের দিয়ে থাকে, যা শুনলে তারা রীতিমতো আমোদিত হয়ে উঠতে পারেন। আগামী ১ লা ফেব্রুয়ারি ২০২৪ এ ষষ্ঠবারের মতো বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এই বাজেট পেশের পরই হবে দেশে লোকসভা নির্বাচন। অনুমান করা হচ্ছে, এই বাজেটে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য বড় ঘোষণা করতে চলেছে মোদী সরকার।

এমনিতেই কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ব্যাপারে হইচই চলছে গোটা দেশে। জানা যাচ্ছে সরকার ৪% DA বাড়াচ্ছে তাদের কর্মচারীদের জন্য। DA বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় কর্মচারীদের বিষয়ে বড় কোনও ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার এই বাজেটে। কর্মচারীরা দীর্ঘদিন ধরে ন্যূনতম মূল বেতনসীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন, এবারের বাজেটে এ সংক্রান্ত ঘোষণা হতে পারে।

আসলে মোদী সরকার এবারের বাজেটে ফিটম্যান্ট ফ্যাক্টর বাড়াতে পারেন। এই ফিটম্যান্ট ফ্যাক্টর কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বেতন নির্ধারণ করে। কর্মীদের ন্যূনতম বেসিক বেতন ১৮,০০০ টাকা থেকে ২৬,০০০ টাকা হতে পারে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ শতাংশ। কেউ যদি ৪২০০ গ্রেড পে-তে ১৫,০০০ টাকা বেসিক পে পায়, তাহলে তার মোট বেতন হবে ১৫,০০০×২.৫৭ টাকা অর্থাৎ ৩৯,৮৩৫ টাকা। তবে এই ফিটম্যান্ট ফ্যাক্টর বাজেটের পর ৩.৬৮ শতাংশ অব্দি বাড়ানো হতে পারে। এই বৃদ্ধির ফলে সর্বনিম্ন বেতন ১৮ হাজার টাকা থেকে ২৬ হাজার টাকা হবে। এতে উপকৃত হবেন প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারি।