Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

7th Pay Commission: সকাল হতেই বড় সুখবর! কেন্দ্রীয় কর্মচারীরা বকেয়া DA নিয়ে পেলেন বিরাট আপডেট

Updated :  Thursday, November 16, 2023 11:13 AM

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এবার বড় সুখবর। আবারো তাদের ডিএ আর ডিআর বাড়বে বলে জানা গিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। ৪% মহার্ঘ ভাতা বাড়বে বলে জানা গিয়েছে। তবে এই ডিএ বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীরা বেশ কয়েক মাসের বকেয়া ডিএ পাবেন। এখন সরকার শীঘ্রই ডিএ বকেয়ার হিসাব হস্তান্তর করতে পারে, যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে জাতীয় মহলে। কোন দিন এই বকেয়া দেওয়া হবে সেই নিয়ে সরকারি কোনো ঘোষণা করা না হলেও মিডিয়ার রিপোর্ট অনুযায়ী সম্ভাব্য বকেয়া রিলিজের দিন জানা গিয়েছে।

কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা দীর্ঘদিন ধরে ডিএ বকেয়া পরিমাণ দাবি করে আসছে, কিন্তু সরকার এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এই কর্মচারীরা ১৮ মাসের বকেয়া পাবেন। সেক্ষেত্রে বকেয়া দেওয়া হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে একসাথে অনেকটাই টাকা আসবে। করোনা মহামারীর কারণে কেন্দ্রীয় সরকার ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত মহার্ঘ্য ভাতা দেয়নি। হিসাব অনুযায়ী, এই ১৮ মাসে উচ্চ শ্রেণীর কর্মচারীদের বকেয়ার পরিমাণ ২ লাখ ১৮ হাজার টাকা।

কেন্দ্র সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বকেয়া দেয়ার দিনক্ষণ ঘোষণা না করা হলেও মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে খুব তাড়াতাড়ি সরকার তাদের কর্মচারীদের জন্য এই টাকা দিয়ে দেবে। অনেকের প্রত্যাশা ছিল যে এই দীপাবলিতে বকেয়া DA দেবে সরকার। কিন্তু তেমন কিছুই হয়নি। এবার জানা যাচ্ছে ২০২৪ সালের শুরুতে সারা দেশে লোকসভা নির্বাচনের আবহের মধ্যে বকেয়া টাকা দিয়ে দেবে সরকার।