কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এবার বড় সুখবর শোনাতে চলেছে মোদি সরকার। আবারো তাদের ডিএ আর ডিআর বাড়বে বলে জানা গিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি অনেক রাজ্য সরকারও তাদের কর্মীদের জন্য DA বাড়াচ্ছে। ইউপি ও উড়িষ্যার পর এখন হরিয়ানা সরকারও কর্মীদের ডিএ বাড়িয়েছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এ তথ্য জানিয়েছেন যে দীপাবলির আগে হরিয়ানা সরকারের কর্মীদের DA বৃদ্ধি উপহার দিতে চলেছে রাজ্য সরকার।
এই প্রসঙ্গে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর বলেছেন যে কেন্দ্র সরকারী কর্মচারীদের জন্য ডিএ ৪২ শতাংশ থেকে বাড়িয়ে ৪৬ শতাংশ হতে চলেছে। অর্থাৎ ৪ শতাংশ বৃদ্ধি পাবে। এই সিদ্ধান্তকে মাথায় রেখে হরিয়ানা সরকারও দীপাবলির আগে ডিএ ৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারী কর্মচারীরা ১ জুলাই, ২০২৩ থেকে বর্ধিত ডিএ পাবেন। হরিয়ানার প্রায় ৩.৫ লক্ষ কর্মচারী এই সিদ্ধান্তের ফলে ব্যাপক উপকৃত হবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে। প্রথম বৃদ্ধি জানুয়ারিতে এবং দ্বিতীয় বৃদ্ধি জুলাই মাসে করা হয়। দেশের প্রায় ৫২ লক্ষ কর্মচারী এবং ৬০ লক্ষ পেনশনভোগী DA বৃদ্ধির সুবিধা পাচ্ছেন। আপাতত কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ৪২ শতাংশ হারে DA পেতেন। ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে তারা ৪৬ শতাংশ হারে DA পেতে চলেছেন।