মহার্ঘ ভাতা নিয়ে উত্তরাখণ্ডের সরকারি কর্মচারীদের জন্য নতুন সুখবর এসেছে। রাজ্য সরকার কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (DA) ৪% বৃদ্ধি করার অনুমোদন দিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন প্রায় ৩ লাখের বেশি সরকারি কর্মচারী ও পেনশনভোগী। এখনও অবধি উত্তরাখণ্ড সরকারের কর্মচারীরা ৩৮% মহার্ঘ ভাতা পাচ্ছেন। কিন্তু ৪% বৃদ্ধির পরে, এখন তাদের ডিএ বেড়ে ৪২% হতে চলেছে।
বার্ষিক মহার্ঘ ভাতা হবে মোট ৯০,৭২০ টাকা।
ডিএ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির দেওয়া বিবৃতিতে বলা হয়েছিল যে, রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ বৃদ্ধি অনুমোদিত হয়েছে। নতুন পরিবর্তনের পরে, এখন ১৮,০০০ টাকার মূল বেতনে মোট ডিএ বার্ষিক ৯০,৭২০ টাকা হবে। বর্তমানে, ৩৮ শতাংশ ডিএর ভিত্তিতে, ১৮,০০০ টাকার মূল বেতনের কর্মচারীরা প্রতি মাসে ৬,৮৪০ টাকা মহার্ঘ ভাতা পান।
মহার্ঘ ভাতা বেড়ে যদি ৭,৫৬০ টাকা হয়, এবং কর্মচারীর মূল বেতন প্রতি মাসে ১৮,০০০ টাকা হয়, তবে এই অনুসারে, ১৮,০০০ × ৪২/১০০ অর্থাত্ প্রতি মাসে ৭৫৬০ টাকা মহার্ঘ ভাতা পাওয়া যাবে। আগামী ১ জানুয়ারি থেকে সরকারের বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে বলে জানা গেছে। অর্থাৎ বর্ধিত বেতনের পাশাপাশি কর্মচারী ও পেনশনভোগীরা ৫ মাসের বকেয়া পাবেন।
বছরে দুবার বাড়ানো হয় মহার্ঘ ভাতা
আপনাদের জানিয়ে রাখি, সপ্তম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বছরে দুবার বাড়ানো হয়। এর ভিত্তিতে, জানুয়ারি থেকে কেন্দ্রীয় কর্মীদের বকেয়া ডিএ মার্চে ঘোষণা করা হয়েছিল। কেন্দ্রীয় কর্মচারীদের পরবর্তী মহার্ঘ ভাতা ১ জুলাই থেকে কার্যকর হবে। সেপ্টেম্বরে সরকার এ বিষয়ে ঘোষণা করা হতে পারে। এবারও মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এমনটা হলে ডিএ ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশ হবে।