মহার্ঘ ভাতা নিয়ে আবারো সুখবর পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। মধ্যপ্রদেশ সরকারের কর্মচারীরা এবার পেতে চলেছেন একটি দারুণ সুখবর। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবারের রাজ্য সরকারি কর্মচারীরা জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সমান অর্থাৎ ৪২ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন। শুক্রবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন তার সরকার এই বছরের জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ৩৮ শতাংশ থেকে বেড়ে মহার্ঘ ভাতা হবে ৪২ শতাংশ। তিনি বলেছেন এর ফলে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের সমান মহার্ঘ ভাতা পেয়ে যাবেন।
শিবরাজ সিং চৌহান বলেছেন, “আমি কয়েকদিন আগে ঘোষণা করেছিলাম যে আমরা কেন্দ্রের সমান রাজ্যের কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে চাই। আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি জানুয়ারি মাস থেকে এই মহার্ঘ ভাতা আমরা দেব। অর্থাৎ জানুয়ারি মাস থেকেই ৪২ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারীরা। জানুয়ারি থেকে জুন পর্যন্ত তিনটি সমান কিস্তিতে মহার্ঘ ভাতা দেওয়া হবে সরকারি কর্মচারীদের।”
বিনামূল্যে খাবার দিচ্ছে IRCTC, কি করে পাবেন? জানেন না ৯৯% মানুষ
এর পাশাপাশি আরো কিছু সুবিধা পেয়ে যাবেন মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীরা। শিবরাত্রি চৌহান বলেছিলেন যে সমস্ত কর্মচারী ষষ্ঠ বেতন স্কেল অনুযায়ী মহার্ঘ ভাতা পাচ্ছেন তাদের আনুপাতিক বৃদ্ধি করা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, “আমরা ২০১৪ সালেও সিদ্ধান্ত নিয়েছিলাম যে ৩০ বছর যারা চাকরি পূর্ণ করেছেন তাদের তৃতীয়বারের মতো বেতন স্কেল দেওয়া হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ১ জুলাই ২০২৩ এর মধ্যে যে সমস্ত কর্মচারী ৩৫ বছর চাকরি পূর্ণ করেছেন তাদের চতুর্থবারের জন্য পে স্কেল দেওয়া হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন প্রায় সাড়ে সাত লক্ষ রাজ্য সরকারি কর্মচারী।”