সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর। বাড়তে চলেছে ডিএ বা মহার্ঘ ভাতা। সূত্র মারফত জানা গিয়েছে যে চলতি বছরের হোলির মধ্যে এই ডিএ উপহার পেতে চলেছেন সরকারি কর্মীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে ৪ শতাংশ বৃদ্ধি পাবে মহার্ঘ ভাতা। এর ফলে কর্মচারীদের ডিএ ৩৮ শতাংশ থেকে বেড়ে গিয়ে ৪২ শতাংশ হয়ে যাবে। আসলে কেন্দ্রীয় সরকার প্রতিবছর জানুয়ারির শুরু থেকে জুলাই এর শেষ পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়ানোর প্রক্রিয়া চালায়। ২০২৩ সালের জানুয়ারিতে বর্ধিত মহার্ঘ ভাতা কবে অনুমোদিত হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। কিন্তু, ডিএ-তে ৪ শতাংশ বৃদ্ধি স্থির। আগামী ১ মার্চ মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন হতে পারে বলে আশা করা হচ্ছে।
২০২২ সালের ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী মহার্ঘ ভাতা হবে ৪২ শতাংশ। যদি ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত CPI(IW) এর পরিসংখ্যান ১৩২.২ থাকে। পরিসংখ্যান থেকে স্পষ্ট যে মহার্ঘভাতা ৪ শতাংশের বেশি বাড়বে। মোট ডিএ ৩৮ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ হবে। ২০২৩ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় কর্মীদের জন্য বর্ধিত ডিএ মার্চের বেতনে দেওয়া যেতে পারে।
একজন কেন্দ্রীয় কর্মচারীর মূল বেতন বা বেসিক পে যদি ১৮ হাজার টাকা হয়, তাহলে ৩৮ শতাংশ হারে, ৬৮৪০ টাকা মহার্ঘ ভাতা পেয়ে থাকেন তিনি। এবার সেই ডিএ যদি ৪ শতাংশ বৃদ্ধি পায়, ৪২ শতাংশ হারে সে মহার্ঘ ভাতা পাবেন ৭৫৬০ টাকা। তাঁর বার্ষিক মহার্ঘ ভাতা বেড়ে হবে ৯০,৭২০ টাকা। তাঁর বার্ষিক মহার্ঘ ভাতা বাড়বে ৮৬৪০ টাকা।