7th Pay Commission: জুলাইয়ে নতুন সূত্রে বাড়বে DA, বদলে যাবে কেন্দ্রীয় কর্মচারীদের বেতনের হিসাব

DA বৃদ্ধি নিয়ে এখন সরগরম গোটা দেশ। কেন্দ্র সরকার তাদের কর্মচারীদের জন্য ৪ শতাংশ DA বৃদ্ধি করেছে। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের আগের ৩৮% DA বেড়ে হয়েছে ৪২%। এতে…

Avatar

DA বৃদ্ধি নিয়ে এখন সরগরম গোটা দেশ। কেন্দ্র সরকার তাদের কর্মচারীদের জন্য ৪ শতাংশ DA বৃদ্ধি করেছে। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের আগের ৩৮% DA বেড়ে হয়েছে ৪২%। এতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে বেশ খুশি সে নিয়ে কোনো সন্দেহ নেই। কেন্দ্র সরকারের এই DA বৃদ্ধির কারণে উপকৃত হয়েছেন ৪৭.৫৮ লাখ কর্মচারী ও ৬৯.৭৬ লাখ পেনশনভোগী। কেন্দ্রীয় কর্মচারীদের এই বর্ধিত DA ১ জানুয়ারি, ২০২৩ থেকে বলবৎ হয়েছে। এপ্রিলের বেতন থেকে বর্ধিত ডিএর সুবিধা পাবেন কর্মীরা। তবে পরবর্তী DA বৃদ্ধির প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই। আর সেই সূত্রেই জানা গিয়েছে বড় একটি পরিবর্তনের কথা।

বর্তমানে যেই ৪ শতাংশ DA বৃদ্ধি পেয়েছে, তা জুন মাস পর্যন্ত। জুলাই মাস থেকে আবার DA এর হার পরিবর্তন হতে পারে। তবে এবার মহার্ঘ ভাতা তৈরীর হিসাবে পরিবর্তন হতে পারে। এখন এআইসিপিআই সূচকের দুই মাসের পরিসংখ্যান এসেছে, যা দেখে মনে হচ্ছে মহার্ঘ ভাতা বাড়বে ৩ শতাংশ। তবে, বিশেষজ্ঞরা অনুমান করছেন যে আগামী ৪ মাসের ডেটার সাথে ডিএ ৪% বাড়তে পারে।

কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীরা তাদের জীবনযাত্রার ব্যয় উন্নত করতে মহার্ঘ ভাতা পান। মূল্যস্ফীতির অনুপাতে মহার্ঘ ভাতা গণনা করা হয়। ডিএ বেতন কাঠামোর একটি অংশ কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য একটি ভাতা হিসাবে রাখা হয়। মহার্ঘ ভাতা কেন্দ্রীয় কর্মচারী, সরকারী খাতের কর্মচারীদের এবং পেনশনভোগীদের দেওয়া হয়। মহার্ঘ ভাতা সম্পূর্ণ করযোগ্য। ভারতে আয়কর নিয়মের অধীনে, আয়কর রিটার্নে মহার্ঘ ভাতা সম্পর্কে আলাদা তথ্য দিতে হবে। অর্থাৎ আপনি মহার্ঘ ভাতার নামে যে পরিমাণ টাকা পাবেন তা করযোগ্য এবং তার উপর কর দিতে হবে।