জুলাই মাসটা কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আনন্দে ভরা একটা মাস হয়ে থাকতে চলেছে। এই মাসেই ভারতের নতুন এআইসিপিআই সূচক আসতে চলেছে এবং সেখান থেকেই আমরা জানতে পারবো কেন্দ্রীয় কর্মীদের জন্য কতটা মহার্ঘ ভাতা ঘোষণা করতে চলেছে মোদি সরকার। জুলাই মাসে আবারও মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে বলে জানিয়ে দিয়েছে সরকার। জুলাই মাসের এই সূচকের সংখ্যা হতে চলেছে মহার্ঘ ভাতা গণনার সিদ্ধান্ত নেওয়ার শেষ ডেটা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই মাস থেকেই আবারো চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে সরকারি কর্মচারীদের।
আপনাদের জানিয়ে রাখি ২০২৩ সালের মার্চ মাসে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করেছিল সরকার। এই বৃদ্ধি কার্যকর হয়েছিল জানুয়ারি মাস থেকে। এর পরবর্তী সংশোধন জুলাই ২০২৩ থেকে শুরু হবে এবং সেপ্টেম্বর মাসে বা অক্টোবর মাসে এই ঘোষণা হতে পারে। সম্ভাবনা রয়েছে এবারেও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের। ফলে, এবার চার শতাংশ বৃদ্ধি হওয়ার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পৌঁছে যাবে ৪৬ শতাংশে। অর্থাৎ আর একবার মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলেই মহার্ঘ ভাতা ৫০ শতাংশ হয়ে যেতে পারে।
মহার্ঘ ভাতা হলো সরকারি কর্মচারীদের বেতনের একটা বিশাল বড় অংশ। সারাদেশে মূল্যস্ফীতির হার বিবেচনা করে কেন্দ্রীয় সরকার এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করে সরকারি কর্মচারীদের। দেশে যে হারে মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে তার ভিত্তিতেই মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে মহার্ঘ্য ত্রাণ বৃদ্ধি করা হয়।