কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এবার বড় সুখবর শোনাতে চলেছে মোদি সরকার। আবারো তাদের ডিএ বাড়বে বলে জানা গিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। DA বৃদ্ধি প্রসঙ্গ নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা না হলেও অনেক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। জানা যাচ্ছে যে মহার্ঘ ভাতা ৩ শতাংশ থেকে ৪ শতাংশ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এর ফলে বর্তমানের মহার্ঘ ভাতা ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৫ শতাংশ বা ৪৬ শতাংশ হবে। এরফলে পুজোর ঠিক আগে অ্যাকাউন্টে একসাথে অনেক টাকা আসবে কেন্দ্রীয় কর্মচারীদের।
ডিএ নির্ধারণ করা হয় শ্রম ব্যুরোর CPI-IW-র সূচকের ভিত্তিতে। শ্রম ব্যুরো শ্রম মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। জুলাই মাসে জন্য CPI-IW ৩.৩ পয়েন্ট বেড়ে ১৩৯.৭-এ পৌঁছেছে। এক মাসের পরিবর্তনের দিকে তাকালে দেখা যায়, আগের মাসের তুলনায় ২.৪২ শতাংশ বেড়েছে। তাই আশা করা হচ্ছে এবার কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ হারে ডিএ বাড়বে। আবার ফিটমেন্ট ফ্যাক্টরের হিসাব করলে তা ৪ শতাংশ বৃদ্ধির দিকে ইঙ্গিত দিচ্ছে। এই
গত বছরের তুলনা যদি টানা হয়, তাহলে অনুমান করা হচ্ছে যে দিওয়ালির আগেই সম্ভবত কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কিছু জানাতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার তাদের এক কোটির বেশি কর্মচারী এবং পেনশনভোগীদের এই ডিএ সুবিধা দিয়ে থাকেন। তাই এবার কেন্দ্রীয় সরকার কবে আনুষ্ঠানিক ঘোষণা করে পরবর্তী DA বৃদ্ধি করবে সেটাই দেখার।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside