২০২৩ সালের জানুয়ারি মাসের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি প্রসঙ্গে এখনও কিছু ঘোষণা করেনি মোদি সরকার। তবে সূত্র মারফত জানা গিয়েছে যে কেন্দ্রের মোদি সরকার তাদের কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করতে পারে। আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা বর্তমানে ৩৮ শতাংশ হারে ডিএ পান। ৪ শতাংশ বৃদ্ধি পেলে তাঁদের ডিএ হবে ৪২ শতাংশ। এই কেন্দ্রীয় সরকারের ডিএ এর সুবিধা পান ৬৫ লাখ কেন্দ্রীয় কর্মচারী ও ৪৮ লাখ পেনশনভোগী। এই ডিএ বৃদ্ধি নিয়ন্ত্রিত হয় শ্রম মন্ত্রকের প্রকাশিত AICPI সূচকের পরিসংখ্যান অনুযায়ী।
শ্রম মন্ত্রকের প্রকাশিত AICPI সূচকের পরিসংখ্যানের ভিত্তিতে আবার নতুন বছরে ডিএ বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। আপনাদের জানিয়ে রাখি, গত বছরের ডিসেম্বরে দরপতনের পর আবার জানুয়ারিতে এই অঙ্ক লাফিয়ে বেড়েছে। সেই পরিসংখ্যান দেখেই মনে করা হচ্ছে যে জুলাই মাসে ফের ৪ শতাংশ ডিএ বাড়বে কেন্দ্রীয় কর্মচারীদের। জানুয়ারি থেকে জুন পর্যন্ত AICPI সূচকের পরিসংখ্যানের ভিত্তিতে, জুলাই মাসে ডিএ বৃদ্ধি পাবে। জুলাইয়ের জন্য ডিএ বৃদ্ধি সেপ্টেম্বরে সরকার ঘোষণা করে।
ডিসেম্বরে AICPI পরিসংখ্যান ছিল ১৩২.২ পয়েন্ট। এরপর শেষ প্রকাশিত জানুয়ারি মাসের AICPI পরিসংখ্যান ছিল ১৩২.৮ পয়েন্ট। পরবর্তী সময়ে এই পরিসংখ্যান আরও বাড়তে পারে। জানুয়ারির পরে আসা AICPI সূচক ডেটার ভিত্তিতে জুলাইয়ের ডিএ ঘোষণা করা হবে। সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বছরে দুবার বাড়ানো হয়। এখন ২০২৩ সালের জানুয়ারির ডিএ শীঘ্রই ঘোষণা করা হবে। এর পরে জুলাই ২০২৩ এর ডিএ ঘোষণা করা হবে।