7th pay commission: তিনদিন পরে বড় সুখবর পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, এত টাকা বৃদ্ধি পাবে বেতন
সপ্তম বেতন কমিশন অনুযায়ী এবারে ৪৬ শতাংশ মহার্ঘ ভাতা পেতে পারেন সরকারি কর্মচারীরা
কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য চলে এলো এবারে একটা বিশাল বড় আপডেট। এবারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সেপ্টেম্বর বা অক্টোবর ২০২৩ – এ ঘোষণা করা হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ১ জুলাই ২০২৩ থেকে এই নতুন মহার্ঘ ভাতা কার্যকর হবে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে। এর আগে ২০২৩ সালের মার্চ মাসে মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছিল যে মহার্ঘ ভাতা জানুয়ারি মাস থেকে কার্যকর হয়েছিল। সেবার এক ধাক্কায় ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। আসলে সরকার প্রতি ছয় মাস অন্তর মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করে থাকে। মূলত এই আইসিপিআই সূচকের ভিত্তিতেই জুলাই মাসের মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। ইতিমধ্যেই, এপ্রিল মাসের সূচকের ডেটা প্রকাশিত হয়েছে। মে মাসের সূচকের ডেটা আগামী ৩০ জুন প্রকাশিত হবে।
১ জুলাই ২০২৩ থেকে সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য ডিএ হবে কত টাকা? মনে করা হচ্ছে মে মাসের এআইসিপিআই সূচকের তথ্য আসার পরে আরো অনেক বেশি স্পষ্টতা আসবে এই বিষয়ের উপর। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার কর্তৃক কর্মচারীদের ৪২ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। এই মহার্ঘ ভাতা জানুয়ারি ২০২৩ থেকে কার্যকর হয়েছিল। সেই হিসেবে যদি আবারো ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় তাহলে এই শতকরা হিসাব ৪৬ শতাংশ হয়ে দাঁড়াবে।
এবার সব থেকে বড় প্রশ্নটা হল কত টাকা বাড়বে বেতন। বর্তমানে একজন সরকারি কর্মচারীর মূল বেতন যদি ১৮ হাজার টাকা হয় তাহলে তার উপর ৪২ শতাংশ মহার্ঘ ভাতা তিনি পান। অর্থাৎ সেই হিসেবে দেখতে গেলে তিনি মহার্ঘ ভাতা হিসেবে ৭৫৬০ টাকা পেয়ে থাকেন। যদি মহার্ঘ ভাতা আরো ৪ শতাংশ বৃদ্ধি পায় তাহলে মহার্ঘ ভাতা প্রতিমাসে বেড়ে দাঁড়াবে ৮২৮০ টাকা। সেই অনুযায়ী প্রতি মাসে বেতন ৭২০ টাকা বৃদ্ধি পাবে।