7th Pay Commission: বড় আপডেট DA নিয়ে, হোলির পর সরকারি কর্মচারীরা পাবেন বিরাট সুখবর
সরকারী নূন্যতম বেতন ১৮ হাজার টাকা, হোলির পর বেড়ে হবে ২৬ হাজার টাকা
কেন্দ্র সরকারি কর্মচারীদের বহুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার পর তারা এখন বেশ খুশি। আবারও কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধির ঘোষণার অপেক্ষায় রয়েছে। বেশ কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী সরকার হোলির পর সরকারি কর্মচারীদের ডিএ বাড়াতে পারে। চলতি বছরে হোলি রয়েছে ৮ মার্চ। এরপর সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন বৃদ্ধি পেয়ে যাবে। মনে করা হচ্ছে, বর্তমানে সরকারি কর্মচারীদের যে নূন্যতম বেতন ১৮ হাজার টাকা রয়েছে তা মার্চ মাসের পর বেড়ে হবে ২৬ হাজার টাকা।
আসলে সপ্তম বেতন কমিশন অনুসারে এবার সরকার হোলির পর ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেবে। স্বাভাবিক ফিটমেন্ট ফ্যাক্টর বর্তমানে ২.৫৭ শতাংশ। 4200-গ্রেড বেতনে ১৫,৫০০ টাকা মূল বেতন পেলে, সম্পূর্ণ বেতন হবে ১৫,৫০০ X ২.৫৭ বা ৩৯,৮৩৫ টাকা। ৬ টি CPC-এর মাধ্যমে ১.৮৬ এর একটি ফিটমেন্ট অনুপাত প্রস্তাব করা হয়েছে।
খবর অনুযায়ী, সরকার এ বিষয়ে কয়েক দফা বৈঠক করেছে এবং ২০২৪ সালের আগে এটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে। হোলি উৎসবের পর মার্চ মাসে এর বাস্তবায়ন ঘোষণা করা হতে পারে। কর্মচারীরা এখন দাবি করছেন যে সরকার ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ৩.৬৮ শতাংশ করুক। এই বৃদ্ধির ফলে ন্যূনতম বেতন বর্তমান ১৮ হাজার টাকা থেকে ২৬ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে।
জানিয়ে রাখা ভালো, ৬ মাস পর্যালোচনার পর ACIPI সংখ্যার ভিত্তিতে বছরে দুবার DA বাড়ানো হয়। মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা হোলির আগে প্রকাশ হতে পারে এবং হোলির পরে বেতন বাড়তে পারে। মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে দেশের ৬৮ লক্ষ প্রবীণ নাগরিক এবং প্রায় ৪৭ লক্ষ কর্মচারী সাহায্য পাবেন। বছরের শুরুতে, সরকার ডিএ ৩% বৃদ্ধি করেছে, যার কারণে মহার্ঘ ভাতা বেড়ে ৩৮% হয়েছে। আবার ৩% শতাংশ বেতন বৃদ্ধি পেলে মহার্ঘ ভাতা বেড়ে হবে ৪১ শতাংশ।