কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য একটি দারুন খবর চলে এলো। এবারে আপনিও যদি মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য অপেক্ষা করেন তাহলে আপনার বেতন বাম্পার বৃদ্ধি পেতে চলেছে বলে জানা যাচ্ছে। আর মাত্র ১০ দিন পর এই কেন্দ্রীয় সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে চলেছে সরকার। সরাসরি তাদের অ্যাকাউন্টে বেতন ট্রান্সফার করা হবে বলে জানা যাচ্ছে। এবার কর্মচারীদের মহার্ঘ ভাতা মোটামুটি ৪ শতাংশ বৃদ্ধি করতে চলেছে সরকার। আগামী ৩১ জুলাই এই তথ্য চলে আসবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্ট মাসের প্রথম সপ্তাহে মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।
AICPI সূচক অনুসারে এখনো পর্যন্ত প্রকাশিত সংখ্যা থেকে এটা স্পষ্ট যে মহার্ঘ ভাতা এবারে এক ধাক্কায় ৪ শতাংশ বৃদ্ধি পাবে। বর্তমানে কর্মচারীদের বেতন মাসে কত বাড়বে সেই নিয়ে এখনো পর্যন্ত সরাসরি আলোচনা না হলেও। যদি চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পায় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়াবে ৪৬ শতাংশ। সেক্ষেত্রে সরকারের ঘোষণার পর অনেকটাই বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন।
বর্তমানে কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। আগামী ১লা জুলাই ২০২৩ থেকে নতুন নিয়ম কার্যকর হবে। যেহেতু জুন মাসের এআইসিপিআই ইন্ডেক্স অনুযায়ী জুলাই মাসে মহার্ঘ ভাতা পরিবর্তিত হয়, সেই কারণে সরকার সেপ্টেম্বর বা অক্টোবর মাসে মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করতে পারে। আপনাদের জানিয়ে রাখি এখন পর্যন্ত যে পরিসংখ্যান এসেছে তাতে মোদি সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করতে পারে। এখনো অবধি এই পরিসংখ্যান ৬ মাসির জন্য এসেছে এবং শীঘ্রই সরকার এই পরিসংখ্যানের উপর ভিত্তি করে মহার্ঘ ভাতা পরিবর্তন করতে পারে।
সেই হিসেবে দেখতে গেলে যদি একজন সরকারি কর্মচারীর বর্তমান মূল বেতন ১৮০০০ টাকা হয় সেক্ষেত্রে তিনি ৪২ শতাংশ হারে অর্থাৎ ৭৫৬০ টাকা মহার্ঘ ভাতা পেয়ে যান প্রতিমাসে। কিন্তু যদি মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ হয়ে যায় তাহলে মহার্ঘ ভাতা প্রতি মাসে বেড়ে দাঁড়াবে ৮ হাজার ২২০ টাকা। অর্থাৎ প্রতি মাসে বেতন বাড়বে ৭২০ টাকা করে।