7th Pay Commission: মোদি সরকারের কর্মীদের জন্য বিশাল সুখবর, হাতে আর মাত্র ১৩ দিন বাকি, বৃদ্ধি পাবে মোটা অংকের বেতন
আপনি যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য একটা দারুণ খবর আসতে চলেছে
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আগামী ১৩ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ ৩১ শে জানুয়ারি ২০২৪ সালে একটা বড় খবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর সেই দিনই মহার্ঘ ভাতা সংক্রান্ত সূচক প্রকাশিত হতে চলেছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এর পরেই, মহার্ঘ ভাতা নতুন করে নির্ধারিত হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। জানুয়ারি মাসের পরেই নিশ্চিত হওয়া সম্ভব হবে, ঠিক কত শতাংশ মহার্ঘ ভাতা বাড়বে জানুয়ারি মাস থেকে।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা প্রায় ৫০ শতাংশ মহার্ঘ ভাতা পেতে চলেছেন বলে জানা যাচ্ছে। বিগত মাসের মহার্ঘ ভাতা সূচক থেকে বুঝতে পারা গিয়েছে, একেবারে বছরের প্রথমেই একটা ভালো খবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। খুব একটা সমস্যা না হলে, ৫০ শতাংশ মহার্ঘ ভাতা পাওয়াটা কার্যকে নিশ্চিত কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য। তবে শুধু ৫০ শতাংশ নয়, যেভাবে দাম বেড়েছে জিনিসপত্রের, সেই নিরিখে দেখতে গেলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫১ শতাংশ মহার্ঘ ভাতা পেতে পারেন। কনজিউমার প্রাইস ইনডেক্সে জানুয়ারি মাসে এই সংখ্যাটা ৫০.৫২ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। এর থেকে মনে করা হচ্ছে, ৫১ শতাংশ মহার্ঘ ভাতা পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।
৫০ অংক পর্যন্ত কনজিউমার প্রাইস ইনডেক্স বৃদ্ধি পাওয়াটা কার্যত নিশ্চিত। অর্থাৎ চার শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধি পাচ্ছে এটা একেবারে নিশ্চিত বলা যেতে পারে। বর্তমানে যেরকম ভাবে কনজিউমার প্রাইস ইনডেক্স যাচ্ছে, সেই নিরিখে পাঁচ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে পারে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য। যদি কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে সে ক্ষেত্রে ৫০ শতাংশ হবে মহার্ঘ ভাতা। এরপরে মহার্ঘ ভাতা একেবারে শূন্য হয়ে যাবে এবং ৫০ শতাংশ স্যালারি, বেসিক স্যালারিতে যুক্ত হয়ে যাবে। যাদের ন্যূনতম বেতন ১৮০০০ টাকা, তারা ৫০ শতাংশ অর্থাৎ ৯ হাজার টাকা মহার্ঘ ভাতা পাবেন। সেই কারণেই বলা হচ্ছে আগামী ১৩ দিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ।