মোদি সরকারের কর্মচারীদের জন্য বাম্পার ঘোষণা, এক ধাক্কায় বেতন বাড়বে ১ লাখ ২০ হাজার টাকা
মোদি সরকার একসাথে কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করতে পারে
কেন্দ্রীয় কর্মচারীদের জন্য রয়েছে একটি বড়ো খবর। এবারে তাদের বেতন বাড়তে চলেছে এক ধাক্কায় ১ লক্ষ ২০ হাজার টাকা। জানা যাচ্ছে, আগামী ২ দিনের মধ্যেই তাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। মার্চ মাসেই লক্ষ লক্ষ কর্মচারীর বেতন নিয়ে বড়ো ঘোষণা করতে পারে সরকার। সেই নিয়ে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করতে চলেছে সরকার। এই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কাজও প্রায় শেষ বললেই চলে। আর যদি সবকিছু ঠিক থাকে, তাহলে এক ধাক্কায় ১ লক্ষ ২০ হাজার টাকা বেতন বৃদ্ধি হবে সরকারি কর্মচারীদের।
এই মুহূর্তে সরকারি কর্মচারীরা ৩৮ শতাংশ করে মহার্ঘ ভাতা পাচ্ছেন। তবে শীঘ্রই তাদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার। তাহলে তারা এবারে ৪২ শতাংশ করে DA পাবেন। এই জানুয়ারি ২০২৩ থেকেই এই বর্ধিত মহার্ঘভাতা চালু হয়ে যাবে বলেই জানাচ্ছে রিপোর্ট।
ধরা যাক, কোনো কর্মীর বেতন ৩০,০০০ টাকা প্রতি মাসে। সেক্ষেত্রে তাদের বেতন এক ধাক্কায় ১,২০০ টাকা বাড়বে প্রতি মাসে। এরফলে তাদের গ্রস স্যালারি ১৪,৪০০ টাকা করে বাড়ছে। কিন্তু যে সমস্ত কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেসিক স্যালারি ২.৫ লক্ষ টাকা, তাদের বেতন প্রতি মাসে ১ লক্ষ ২০ হাজার টাকা করে বাড়ছে। যেহেতু এই মাসে ভারতের AICPI ইনডেক্স বৃদ্ধি পেয়েছে, সেই কারণেই এই মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সরকার।
অন্যদিকে, লাভবান হবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও। তাদের DR বাড়ছে একইভাবে ৪ শতাংশ করে। যারা পেনশনভোগী কর্মচারী রয়েছেন, তাদের DR বাড়ছে এক ধাক্কায় ৪ শতাংশ। এর ফলে যদি DA ও DR একসাথে বাড়ে তাহলে লাভবান হবেন অনেক সরকারি কর্মচারীরাই।