Today Trending Newsদেশনিউজরাজ্য

7th Pay Commission: ডিএ-র শনি কাটবে? লোকসভা ভোটের আগে বকেয়া টাকা ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে

Advertisement

আগামী তিন মাস কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ভীষণ লাভদায়ক হতে চলেছে। কারণ এবার ১টি নয়, ২টি নয়, একসঙ্গে ৩টি গিফট পাবেন কর্মীরা। এতে তাদের বেতন অনেক বাড়বে। ২০২৪ সাল চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ, বছরের প্রথমার্ধে অনেক বড় পরিবর্তন আসবে। যদি লোকসভা নির্বাচন হয়, তাহলে সরকারের পূর্ণ মনোযোগ তাদের দিকেও থাকবে।

কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) ৫০ শতাংশ নিশ্চিত করা হয়েছে। ডিএ নিয়ে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তাদের জন্য আরও দুটি সুখবর নিশ্চিত হবে। প্রথমত, কেন্দ্রীয় কর্মচারীরা পরবর্তী মহার্ঘ ভাতা বৃদ্ধির উপহার পাবেন। তবে এর জন্য অপেক্ষা করতে হবে ২০২৪ সালের মার্চ পর্যন্ত। ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত AICPI সূচক সংখ্যা নিশ্চিত করেছে যে এখন কমপক্ষে কেন্দ্রীয় কর্মীরা মহার্ঘ ভাতার ৫০ শতাংশ পাবেন। নভেম্বরের এআইসিপিআই সূচকের সংখ্যা বেরিয়েছে। ডিসেম্বরের সংখ্যা এখনও বাকি। মহার্ঘ ভাতা এ পর্যন্ত ৪ শতাংশ বেড়েছে। বর্তমান ডিএ হার ৪৬ শতাংশ, আপনি যদি এআইসিপিআইয়ের তথ্য দেখেন তবে মহার্ঘ ভাতার স্কোর ৪৯.৬৮ শতাংশে পৌঁছেছে।

সূচকটি বর্তমানে ১৩৯ দশমিক ১ পয়েন্টে অবস্থান করছে। দ্বিতীয় উপহারটি ভ্রমণ ভাতা হিসেবে পাওয়া যাবে। ডিএ বৃদ্ধির ফলে ভ্রমণ ভাতাও (টিএ) লাফিয়ে বাড়তে পারে। এমন পরিস্থিতিতে বেতন ব্যান্ডের সঙ্গে ভ্রমণ ভাতা যুক্ত করে ডিএ বৃদ্ধি আরও বেশি হতে পারে। বিভিন্ন পে ব্যান্ডের সাথে ভ্রমণ ভাতা যোগ করা হয়। উচ্চতর টিপিটিএ শহরগুলিতে, Grade 1 থেকে Grade 2 এর জন্য ভ্রমণ ভাতা ১৮০০ টাকা এবং ১৯০০ টাকা। ৩য় থেকে ৮ম গ্রেডের শিক্ষার্থীরা পাবে ৩৬০০ টাকা + ডিএ। একই সময়ে, অন্যান্য জায়গার জন্য, এই হার ১৮০০ টাকা + ডিএ।

তৃতীয় এবং বৃহত্তম উপহারটি এইচআরএ-হাউস ভাড়া ভাতা আকারে হবে। আগামী বছর সেটিও সংশোধন করা হবে। এইচআরএতে সংশোধনের পরবর্তী হার হবে ৩ শতাংশ। আসলে নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা ৫০ শতাংশ অতিক্রম করলে তা সংশোধন করা হবে। বর্তমানে ২৭, ২৪, ১৮ শতাংশ হারে এইচআরএ দেওয়া হয়। এটি শহরগুলির জেড, ওয়াই, এক্স বিভাগে বিভক্ত। মহার্ঘ ভাতা ৫০ শতাংশ হলে এইচআরএও বেড়ে হবে ৩০, ২৭, ২১ শতাংশ। কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি, ভ্রমণ ভাতা বৃদ্ধি এবং এইচআরএ সংশোধন আগামী বছরের মার্চ মাসের মধ্যে প্রত্যাশিত।

সরকার সাধারণত জানুয়ারি থেকে মার্চ মাসে মহার্ঘ ভাতা ঘোষণা করে। এমন পরিস্থিতিতে ২০২৪ সালের মার্চ মাসে ঠিক করা হবে কত মহার্ঘ ভাতা পাওয়া যাবে। ডিএ ৫০ শতাংশ অতিক্রম করলে এইচআরএ ৩ শতাংশ সংশোধন করা হবে। একই সঙ্গে গ্রেড অনুযায়ী যাতায়াত ভাতাও বাড়তে দেখা যায়। রিপোর্ট অনুযায়ী, আগামী ৩০ মার্চ বড় সুখবর পেতে চলেছেন সরকারি কর্মীরা। দাবি করা হচ্ছে, শনিবার সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে বেতন ঢুকতে পারে।

Related Articles

Back to top button