এবারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা শীঘ্রই তাদের বেতন সংক্রান্ত একটি সুখবর পেতে পারেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকার এই মাসে কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ DA এবং ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করার ঘোষণা করতে পারে। রিপোর্ট অনুসারে, যদি এই ফ্যাক্টর বাড়ানো হয় তাহলে ন্যূনতম বেতন ১৮০০০ থেকে হয়ে যাবে ২৬,০০০। প্রতিবেদনে আরো জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার দোলের পরে মার্চ মাসে এই ফ্যাক্টর এবং মহার্ঘ ভাতা সংশোধন করতে পারে।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ শতাংশ। এর অর্থ হলো কেউ যদি ১৫,৫০০ টাকা বেসিক স্যালারি পান তাহলে তার মোট বেতন হবে ৩৯,৮৩৫ টাকা। রিপোর্ট অনুযায়ী কর্মচারীরা এখন ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬৮ শতাংশ বৃদ্ধি হতে পারে। এই বৃদ্ধির কারণে ২৬ হাজার টাকা। মহার্ঘ ভাতা এবং ডিআর প্রতি বছরে দুবার সংশোধিত হয়। এর আগে সরকার সেপ্টেম্বর মাসে মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল সরকারি কর্মচারীদের। সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে দেশের ৪৮ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮ লাখ পেনশনভোগী উপকৃত হয়েছেন।
DA ৪% বৃদ্ধি করার ফলে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ থেকে ৩৮ শতাংশ হয়েছিল। যদিও এর আগে সরকার সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে মার্চ মাসে তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করে ৩৪ শতাংশ করেছিল। এর পাশাপাশি ১৮ মাসে মহার্ঘ ভাতা বকেয়া সংক্রান্ত কোনো খুশির খবর কেন্দ্রীয় সরকার ঘোষণা করতে পারে। যদিও এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোন বক্তব্য রাখা হয়নি।