অবশেষে প্রতীক্ষার অবসান! ৮০ হাজার গ্রুপ সি রেলওয়ে কর্মচারীর হবে পদোন্নতি, ঘোষণা রেলমন্ত্রীর

বহুদিনের প্রতীক্ষার অবশেষে হল অবসান। দীর্ঘ সংঘাতের পর রেলওয়ে গ্রুপ সি কর্মচারীদের দাবি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। পদোন্নতি হবে ৮০ হাজার গ্রুপ সি রেলওয়ে কর্মচারীর। এমনটাই সম্প্রতি জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয়…

Avatar

বহুদিনের প্রতীক্ষার অবশেষে হল অবসান। দীর্ঘ সংঘাতের পর রেলওয়ে গ্রুপ সি কর্মচারীদের দাবি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। পদোন্নতি হবে ৮০ হাজার গ্রুপ সি রেলওয়ে কর্মচারীর। এমনটাই সম্প্রতি জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় রেলওয়ে মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব। এবার থেকে প্রতি বছর পরীক্ষা হবে। এরফলে রেলওয়ে গ্রুপ সি কর্মচারীদের সময়মত পদোন্নতি পেতে কোনো অসুবিধা হবে না।

এই প্রসঙ্গে রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে গ্রুপ সি এর যোগ্য কর্মীরা পদোন্নতির মাধ্যমে গ্রুপ এ অব্দি যেতে পারেন। এর জন্য থাকবে upsc পরীক্ষা। এছাড়া আগে সুপারভাইজার ক্যাডার (গ্রুপ সি) হিসাবে সর্বোচ্চ বেতন ছিল লেভেল ৬ পর্যন্ত। কিন্তু এবার থেকে বেতন লেভেল ৭,৮ ও ৯ অব্দি যেতে পারে। এতে গ্রুপ সি কর্মচারীদের মধ্যে ৫০ শতাংশ লেভেল ৭ থেকে লেভেল ৮ পর্যন্ত যেতে পারবেন। আর লেভেল ৮ থেকে ৯ পর্যন্ত ৪ বছরে নন ফাংশনাল গ্রেডে পদোন্নতি হবে। এই সিস্টেমের ফলে এখনই উপকৃত হবেন ৪০ হাজার গ্রুপ সি সুপারভাইজার ক্যাডার।

আপনাদের জানিয়ে রাখি এই ঘোষণার ফলে রেলওয়ে গ্রুপ সি কর্মচারীদের গড়ে কমপক্ষে ২৫০০ টাকা থেকে ৪০০০ টাকা করে বেতন বৃদ্ধি পাবে। এছাড়া রেলওয়ের সিভিল, মেকানিকাল, সিগনাল ও টেলিকম কর্মীরা বছরে ১২ টি করে পাস পাবেন।