Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

লকডাউন ভাঙায় গত ২৪ ঘন্টায় ৮৭১ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ

Updated :  Thursday, March 26, 2020 11:29 AM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ দিনের জন্য সারা ভারতবর্ষে লকডাউন ঘোষণা করেছেন। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে। প্রতিটি রাজ্যেকে কড়া পদক্ষেপ গ্রহণ করতে বলেছে কেন্দ্র। তবুও মানুষ লকডাউনকে উপেক্ষা করে বাইরে বেরোচ্ছেন। পশ্চিমবঙ্গে বেশকিছু মানুষকে পুলিশ গ্রেফতার ও করেছে। গত ২৪ ঘন্টাও ৮৭১ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

লালবাজার সূত্রের খবর অনুযায়ী মঙ্গলবার বিকেল থেকে বুধবার বিকেল পর্যন্ত ৮৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের টহলদারি, নাকা চেকিং-র জন্য এই গ্রেফতার করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইপিসি-র ধারাতে মামলা দায়ের করা হয়েছে। রাস্তায় অকারণে বেরোলেই লাঠি দিয়ে পেটানোর খবর পাওয়া গেছে।

গতকাল বিধাননগরে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে একজন তরুণীও ছিলেন। সেই তরুণী পুলিশের সাথে অভব্য আচরণ করেছেন এবং পুলিশের ‘উর্দি’ চেটে দেবার ও অভিযোগ উঠেছে ওই তরুণীর বিরুদ্ধে। তবে ভোনেক সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছে যে পুলিশ কারণ না শুনেও মানুষকে লাঠিপেটা করেছে।