দেশনিউজব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এই দিন থেকে কার্যকর হবে 8th Pay Commission! জানুন লেটেস্ট আপডেট

বড় উপহার পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা! মনে করা হচ্চর এই দীপাবলির আগেই সরকার অষ্টম বেতন স্কেল কার্যকর করতে পারে।

Advertisement

বড় উপহার পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা! মনে করা হচ্চর এই দীপাবলির আগেই সরকার অষ্টম বেতন স্কেল কার্যকর করতে পারে। এর পরে কর্মীদের মূল বেতন 18000 টাকা থেকে 26000 টাকা হবে। শিগগিরই এর আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে অনুমাম। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু ঘোষণা করা হয়নি।

প্রায় 1 কোটি কর্মচারী উপকৃত হবেন

এই 8 তম কেন্দ্রীয় বেতন কমিশনের বাস্তবায়নে প্রায় 1 কোটি কর্মচারী উপকৃত হবেন। এতে প্রায় 49 লাখ কর্মচারী এবং 68 লাখ পেনশনভোগী রয়েছেন। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার পরে, কর্মীদের দেওয়া ফিটমেন্ট ফ্যাক্টর বাড়বে, তারপরে কর্মীদের বেতন বাড়বে।

মূল বেতন কমপক্ষে 26000 টাকা

এখনও পর্যন্ত কর্মচারীদের নূন্যতম মূল বেতন দেওয়া হয় 18000 টাকা। এর পরে সমস্ত ভাতা যোগ করা হয়। মূল বেতন বাড়ানোর দাবি দীর্ঘদিনের। তার মানে মূল বেতন কমপক্ষে 26000 টাকা হতে পারে। বাজেট অধিবেশনেও এই দাবি তোলা হয়েছিল! কিন্তু তখন সরকার এ বিষয়ে কিছু জানায়নি।

2024 সালের মধ্যেই কার্যকর?

ভারতে 7 টি বেতন কমিশন গঠিত হয়েছে। প্রথম বেতন কমিশন 1946 সালে গঠিত হয়েছিল। 28 ফেব্রুয়ারি 2014-এ শেষ 7 তম বেতন কমিশন গঠিত হয়েছিল। এবার শুরু হয়েছে অষ্টম বেতন কমিশন নিয়ে আলোচনা। বলা হচ্ছে, অষ্টম বেতন কমিশন 2024 সালের মধ্যেই কার্যকর হতে পারে।

8th pay commission

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই বছর দীপাবলির আগে কর্মীদের জন্য 8 তম কেন্দ্রীয় বেতন কমিশন কার্যকর হতে পারে। তবে সরকার বা কোনো কর্মকর্তার পক্ষ থেকে এ তথ্য এখনো জানানো হয়নি। শীঘ্রই কেন্দ্রীয় সরকার কর্মচারীদের অষ্টম বেতন কমিশনের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য দিতে পারে।

Related Articles

Back to top button