ভারতীয় নাগরিকদের জন্য বড় সুযোগ, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবার পেয়ে যান প্রতি মাসে ১৮,৫০০ টাকা পেনশন, জানুন কিভাবে
দেখে নিন কিভাবে প্রতি মাসে ১৮,৫০০ টাকা করে পেনশন পাবেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে
সম্প্রতি মোদি সরকারের তরফ থেকে এদেশের প্রবীণ নাগরিকদের জন্য নিয়ে আসা হয়েছে একটি নতুন প্রকল্প যার নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী বায়া বন্দনা যোজনা। এই যোজনা অনুসারে, এদেশের প্রত্যেক প্রবীণ নাগরিক প্রতিমাসে একটা নির্দিষ্ট পরিমাণ পেনশন পেয়ে থাকবেন। ২০২০ সালের ২৬ মে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্প শুরু করা হয়েছিল। ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত স্বামী স্ত্রী একসাথে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারছেন। যদি স্বামী স্ত্রী একসাথে ৬০ বছর বয়সের পরে এই প্রকল্পের সুবিধা নেওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে সেটা তারা করতে পারবেন।
আপনাদের জানিয়ে রাখি প্রধানমন্ত্রী বায়া বন্দনা যোজনা একটি সোশ্যাল সিকিউরিটি স্কিম, যার অন্তর্গত সুবিধাভোগীরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ পেনশন পেয়ে থাকেন। কেন্দ্রীয় সরকারের সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ওরফে এলআইসি এই প্রকল্প চালিয়ে থাকে। স্বামী এবং স্ত্রী একসাথে ৬০ বছর বয়স পূর্ণ করার পরে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারছেন। এই প্রকল্পে বিনিয়োগ করার সর্বাধিক পরিমাণ ১৫ লক্ষ টাকা। এর আগে এই প্রকল্পের সর্বাধিক মূল্য ছিল ৭.৫ লক্ষ টাকা। এই প্রকল্পে বিনিয়োগ করলে ভারতের প্রবীণ নাগরিকরা তাদের সঞ্চিত টাকার উপরে একটা মোটা অংকের সুদ পেয়ে থাকেন।
যদি স্বামী এবং স্ত্রী একসাথে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করেন এবং দুজনেই ১৫ লক্ষ টাকা করে বিনিয়োগ করেন তাহলে, সর্বমোট বিনিয়োগের পরিমাণ হবে ৩০ লক্ষ টাকা। এর উপরে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে ৭.৪০ শতাংশ সুদ যোগ করা হবে। এর ফলে প্রতি বছরে ২,২২,০০০ টাকা সুদ পাওয়া যাবে এই বিনিয়োগ থেকে। এই সুদের অঙ্ক ১২ ভাগ করলে দাঁড়াবে প্রতিমাসে ১৮,৫০০ টাকা। এই টাকা প্রতি মাসে পেনশন হিসেবে পেতে পারবেন ভারতের বিনিয়োগকারীরা।
তবে আপনাদের জানিয়ে রাখি, এই প্রকল্প কিন্তু সর্বাধিক ১০ বছর পর্যন্ত চলতে পারে। যদি আপনার গচ্ছিত অংকের পরিমাণ দশ বছরে একেবারে একই রকম থাকে, তাহলে আপনি প্রতি বছরে একই পরিমাণ সুদ পাবেন। তবে যদি আপনি গচ্ছিত অংক কিছুটা তুলে নেন তাহলে কিন্তু আপনার সুদের পরিমাণ আগের থেকে কমে যাবে।