সারদা কাণ্ড নিয়ে বহুদিন ধরে তদন্ত চলছেই। সারদা কাণ্ডে রাজ্যের বহু বড় বড় নেতার নামও উঠে এসেছিল। সবকিছু অনেকদিন ধরে তদন্ত চালাচ্ছে। এই সারদা কাণ্ডে উঠে এসেছে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার এর নাম। সারদা কাণ্ড নিয়ে বিস্ফোরক তথ্য দিল সিবিআই। রাজীবের বিরুদ্ধে সিবিআইয়ের প্রধান অস্ত্র দেবযানী মুখোপাধ্যায় এর স্বীকারোক্তি।
দেবযানীর পর সুদীপ্ত সেনের বয়ান নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেছে সিবিআই। সিবিআইকে দেওয়া বয়ানে দেবযানী বলেন,‘সরদার মিডল্যান্ড পার্কের অফিস থেকে নথি ২ টি পৃথক ট্রাঙ্কে করে দেওয়া হয়েছিল রাজীব কুমারকে। ২ টি ট্রাঙ্কে ছিল সারদা মিডিয়া ও সারদা রিয়েলিটির সমস্ত নথি।’ সূত্রের খবর ল্যাপটপ ও পেনড্রাইভে আলাদা করেরাজীব কুমারকে তালিকা দিয়েছিলেন দেবযানী।