Cancel Local Train: হাওড়া-বর্ধমান শাখায় ১১ দিন বাতিল থাকবে বেশ কয়েকটি লোকাল ট্রেন, দেখে নিন সম্পূর্ণ তালিকা
শক্তিগড় স্টেশনে কাজের জন্য এই লোকাল ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে পূর্ব রেলওয়ের তরফ থেকে
আজ থেকে ১১ দিন হাওড়া থেকে বর্ধমান শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল হতে চলেছে। কর্ড এবং মেইন লাইনে ট্রেন বাতিল করতে চলেছে পূর্ব রেলওয়ে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন ট্রেন বাতিল থাকবে এবং ঠিক কি কারনে। এই মুহূর্তে বর্ধমানের শক্তিগড়ে লাইনের কাজ চলছে এবং সেই কারণে আগামী ২২ অক্টোবর পর্যন্ত হাওড়া থেকে বর্ধমান শাখায় কর্ড এবং মেন লাইনে দৈনিক তিন জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনের মধ্যে দুই জোড়া রয়েছে কর্ড লাইনের ট্রেন। এক জোড়া লোকাল ট্রেন মেইন লাইনের। তবে কোন দূরপাল্লার ট্রেন বাতিল হয়নি বলে জানিয়েছে পূর্ব রেলওয়ে।
পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জানানো হয়েছে নন ইন্টারলকিং সংক্রান্ত কাজের পর আরো কিছু কাজ থেকে যায় এবং সেই কাজের জন্য আজ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হাওড়া থেকে বর্ধমান শাখায় শক্তিগড়ে ৪ ঘন্টা ট্রাফিক ব্লক থাকবে। সকাল ১১ টা থেকে দুপুর তিনটে পর্যন্ত এই ব্লক চলবে। সেজন্য এর মাঝখানে কয়টি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলওয়ে তরফ থেকে। হাওড়া থেকে যে তিন জোড়া লোকাল ট্রেন বাতিল হবে তার ব্যাপারে জেনে নেওয়া যাক।
৩৬৮২৩ কর্ড লাইন, ৩৭৮২৫ মেইন লাইন এবং ৩৬৮২৫ কর্ড লাইন বর্ধমান লোকাল বাতিল থাকবে। আজ থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত এই তিনটি ট্রেন বাতিল থাকবে বলে পূর্বরেল জানিয়ে দিয়েছে। আপাতত যা ঠিক রয়েছে তাতে শনিবারের পর থেকে পরিষেবা আবারও স্বাভাবিক হয়ে যাবে। এমনিতে হাওড়া ডিভিশনের রসুলপুর থেকে শক্তিগড় শাখায় তৃতীয় লাইন নির্মাণ সংক্রান্ত কাজের জন্য গত ২০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রচুর লোকাল ট্রেন বাতিল করা ছিল। পরবর্তীতে একাধিক কাজের জন্য কয়েকদিনের জন্য হাওড়া থেকে বর্ধমান শাখায় ট্রেন বাতিল করা হয়।