ধনতেরাসের দিন একটি বিশেষ উপায়ে, টোটকায় অকাল মৃত্যুসহ নানা দুর্ঘটনার হাত থেকে মুক্তি পেতে পারেন আপনি। যারা এই শাস্ত্র নিয়ে চর্চা করে থাকেন তারা দাবি করছেন, ধনতেরাস এর প্রদোষ কালে যম দেবের উদ্দেশ্যে যদি আপনি প্রদীপ দান করেন তাহলে সংসারের যে কোন ক্ষতিকর শক্তিকে আপনি রুখে দিতে পারেন। তবে এই যমদীপ দান করার একটা বিশেষ সময়সূচি রয়েছে।
ধনতেরাসে এই যমদীপ দানের সময় – এই দীপ দানের শুভ সময় প্রদোষ কাল বলে মনে করেন জ্যোতিষবিদরা। এই কারণে বিকেল ৫:৪৪ থেকে সন্ধ্যে ৭:১৪ মিনিটের মধ্যে এই প্রদীপ দেওয়া শুভ।
কিভাবে রাখবেন এই প্রদীপ? এই প্রদীপে চারটি মুখ থাকতে হবে। তা ভালো করে ধুয়ে নিয়ে চলতে পাকিয়ে তাতে আগুন ধরাতে হবে। তিলের তেলে এই প্রদীপ ধরাবেন। এছাড়াও এই প্রদীপের সঙ্গে কিছুটা কালো তিল দিতে পারেন।
কোন দিকে রাখবেন যমরাজের প্রদীপ? যমরাজের উদ্দেশ্যে রাখা প্রদীপ টিকে রাখতে হবে দক্ষিণ দিকে মুখ করে। বলা হচ্ছে বাড়ির সদর দরজার সামনে এই প্রদীপ যদি আপনি রাখেন তাহলে শুভ ফল দেয়। এই প্রদীপ বাড়িতে রাখলে প্রবেশ করে না কোন খারাপ শক্তি। যদিও এই বিষয়টি সম্পূর্ণ মান্যতা নির্ভর।