দুর্গাপূজার আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করেছে মোদি সরকার। এবার ফের কর্মীদের জন্য বড়সড় লাভের যোজনা তৈরি করল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবার বড়সড়ক খুশির খবর পেতে চলেছেন কারণ মোদি সরকার ডালি নিয়ে বসে আছেন তাদের আরো বেশি সুবিধা দেওয়ার জন্য।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। সপ্তম বেতন কমিশনের অন্তর্গত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন বৃদ্ধির বিষয়ে বড়সড় ভাবনা চিন্তা করছে সরকার। অর্থ মন্ত্রকে থেকে প্রাপ্ত সূত্র অনুসারে জানতে পারা যাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর বাড়তে চলেছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক স্যালারি ১৬০০০ টাকা, যার ২.৫৭গুণ বৃদ্ধি প্রায় নিশ্চিত।
সে ক্ষেত্রে কর্মীদের যদি ৩.৬৭ গুণ বেসিক স্যালারি বৃদ্ধি হয় তাহলে কর্মীদের মাসিক নূন্যতম বেতন হবে ২৬ হাজার টাকা। এরকম হলে আগামী বাজেটে পাস করা হবে এই প্রস্তাব। যদি ফিটমেন্ট ফ্যাক্টর তিনগুণ বৃদ্ধি করা হয় তবে ভাতা ছাড়া কর্মীদের ১৮,০০০×২.৫৭ = ৪৬,২৬০ টাকা হবে। যদি কর্মীদের প্রস্তাব বা দাবি মেনে নেওয়া হয় সে ক্ষেত্রে তারা পাবেন ২৬,০০০×৩.৬৮= ৯৫,৬৮০ টাকা।
পুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এক্ষেত্রে মহার্ঘ ভাতা হবে ৩৪ শতাংশ থেকে ৩৮ শতাংশ। মহার্ঘ ভাতা বৃদ্ধির সঙ্গে টিএ ও বৃদ্ধি করা হবে কারণ এর সঙ্গে মহার্ঘ্য ভাতার সরাসরি সম্পর্ক থাকে