Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

চোখ মেরেই হয়েছিলেন ভাইরাল, সেই প্রিয়া প্রকাশ ভারিয়ারই করছেন বিয়ের পাত্রের খোঁজ

Updated :  Saturday, October 29, 2022 1:25 PM

নিজের চোখ মারার ভিডিওতে পুরো ভারতকে চমকে দেওয়ার পরে মালায়ালম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার এই মুহূর্তে আবারো রয়েছেন খবরের শিরোনামে। তবে এবারে বিষয়টা একটু আলাদা। এবারে নাকি তিনি নিজের জন্য পত্রের সন্ধানে ব্যস্ত হয়ে পড়েছেন। সম্প্রতি তিনি নিজের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যেখানে তাকে নিজের বিয়ের পাত্রকে খুঁজতে দেখা যাচ্ছে। অভিনেত্রী কিছুদিন আগেই নিজের ব্রাইডাল ফটোশুট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, যেগুলি বেশ জনপ্রিয় হয়েছে। এমনকি নিজেকে এতটা সুন্দরী দেখে অভিনেত্রী নিজেও চমকে গিয়েছেন বলা চলে।

 

এই ছবিতে অভিনেত্রী নিজেকে একটি গাঢ় লাল রঙের শাড়িতে সাজিয়েছেন। তার সঙ্গেই রয়েছে গজরা ডিজাইনের গয়না, যা অভিনেত্রীকে একেবারে একটি নতুন লুক দিয়েছে। এই ছবিতে তিনি নিজের প্রশংসায় পঞ্চমুখ। এই সমস্ত ছবি তার ভক্তদের মাঝেও হয়েছে ব্যাপক জনপ্রিয়। অভিনেত্রীর এই সমস্ত ছবি দেখে তার ভক্তরাও রীতিমতো চমকিত। বিশেষ ব্যাপারটি হলো, এই ছবি শেয়ার করার সময় দক্ষিণের এই অভিনেত্রী হিন্দিতে ক্যাপশন দিয়েছেন।

এই ছবি শেয়ারের সময় অভিনেত্রী ক্যাপশন দিলেন, ‘ বস এক দুলহা মিল যায়ে ‘। অর্থাৎ, যদি তিনি একজন বিয়ে করার মতো পাত্র পান তাহলেই তিনি বিয়ের পিঁড়িতে বসতে রাজি। ভক্তরাও তার এই সমস্ত ছবি দেখে ব্যাপক আগ্রহী। অনেকেই তাকে বিয়ে করার ইচ্ছেও প্রকাশ করেছেন কমেন্ট বক্সে। আবার অনেকে অভিনেত্রীর এই ব্রাইডাল লুকের প্রশংসা করেছেন। ভক্তরা অভিনেত্রীর এই ছবি দেখে যেনো চোখ ফেরাতেই পারছেন না।