বিয়ের আগে নাতনি সন্তান সম্ভব হলেও কোনো সমস্যা নেই জয়া বচ্চনের। এবারে এরকমই একটি বিস্ফোরক মন্তব্য করে জনপ্রিয় হয়ে উঠেলেন অমিতাভ জায়া। শনিবার নাতনী নভ্যা নাভেলি নন্দার পডকাস্টে জীবনের অনেক দিক নিয়ে কথা বললেন জয়া বচ্চন। এমনিতেই আলিয়া ভাটের বিয়ের আগেই সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি নিয়ে তেতে রয়েছে সোশ্যাল মিডিয়া। এবারে সেই আগুনেই যেনো ঘি ঢাললেন জয়া। তিনি বলেন, ‘মানুষ এতে আপত্তি করতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি, যেকোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার জন্য শারীরিক সম্পর্ক এবং শারীরিক আকর্ষণ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রজন্মের মধ্যে, আমরা এই সব কিছু অনুভব করিনি। কিন্তু এখনকার ছেলেমেয়েরা যদি শারীরিক চাহিদার পরীক্ষাটা করে নিয়ে তবেই সিদ্ধান্ত নেয় সেখানে সমস্যা কী?’
কথোপকথনে জয়া আরও বলেন, ‘আমার প্রজন্ম হোক বা শ্বেতার, আমরা ভাবতেও পারিনি এই শারীরিক সম্পর্ককে বিষয়টা। কিন্তু নভ্যার বয়সের ছেলেমেয়েদের কাছে এই বিষয়টা খুবই স্বাভাবিক। নভ্যার বয়সের ছেলে মেয়েরাও যদি আমাদের মতই অ্যাডজাস্ট করে, তাহলে সেটা আর উন্নতি কোথায় হলো। যাদের এখনো এই পুরনো কালচারের বশবর্তী হয়ে থাকতে হয়, তাদের কথা ভেবে আমার খুব খারাপ লাগে।’
আমি মনে করি, আজকালকার বাচ্চাদের মধ্যে অনুভূতি এবং রোমান্সের অভাব রয়েছে। তাই, এখনকার বাচ্চাদের তাদের সবথেকে প্রিয় বন্ধুকেই বিয়ে করা উচিত কারণ বিয়ে করতে হলে একে অপরকে প্রথমে বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি, আপনি যদি কাউকে ভালোবাসেন তবেই কিন্তু আপনার তাকে স্বাচ্ছন্দ্যের সাথে বিয়ে করা উচিত। এর মধ্যে যদি বিয়ের আগে সন্তান হয়েও যায়, তাতেও বিশেষ কোনো সমস্যা নেই।’
প্রসঙ্গত, ১৯৭৩ সালে অমিতাভকে বিয়ে করেছিলেন জয়া বচ্চন। তাদের দুই সন্তান শ্বেতা বচ্চন ও অভিষেক বচ্চন। নভ্যা শ্বেতার মেয়ে। অন্যদিকে, রাজনীতি ও অন্যান্য পারিবারিক কারণে জন্য দীর্ঘদিন সিনেমা জগৎ থেকে দূরে থাকার পরে আবারো রুপোলি পর্দায় ফেরার প্রস্তুতি নিয়ে ফেলেছেন জয়া বচ্চন। তাকে ২০২৩ সালে আসন্ন ছবি ‘রকি অর রানি কি প্রেম কাহানি’তে দেখা যাবে। করণ জোহর পরিচালিত এই ছবিতে জয়া ছাড়াও অভিনয় করেছেন রণবীর সিং, আলিয়া ভাট, ধর্মেন্দ্র এবং শাবানা আজমি।